সংবাদদাতা, বর্ধমানঃ-
রাজ্য সরকারের ও গ্রীন ট্রাইব্যুনালের জারি করার নির্দেশ অনুযায়ী, রাজ্যের সমস্ত বালি খাদান বন্ধের নির্দেশ ছিল ১৫ ই অক্টোবর পর্যন্ত। গতকালের পর থেকে ফের বৈধ বালি খাদান খোলার অনুমতি দেয় রাজ্য সরকার। সেই মতই কালনার কোম্পানি ডাঙ্গার কাছে বালি খাদান এর .২৭ জন পার্টনার মিলে পুনরায় বালি খাদান চালু করার উদ্দেশ্যে একটি বৈঠক সেরে বাড়ি ফেরার সময়, অতর্কিত হামলার অভিযোগ সুব্রত পালের গুন্ডা বাহিনীর। এর ফলে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষেরই মোট চারজন কালনা মহকুমা হসপিটালে ভর্তি।
বালি খাদান মালিকদের দাবি জোরপূর্বক বালি খাদান এর অংশীদার হতে চাইছে মাটি মাফিয়া সুব্রত পাল। আর সেই কারণেই এই সংঘর্ষ। অপরদিকে অভিযুক্ত ব্যক্তি সুব্রত পালের দাবি তার ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার জন্যই পরিকল্পিত চক্রান্ত। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে কালনা থানায় অভিযোগ দায়ের করেছে। এই ঘটনায় চারজন কালনা মহকুমা হাসপাতালে ভর্তি।