eaibanglai
Homeএই বাংলায়বিষ্ণুপুরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল ৯ জন বিজেপি কর্মী

বিষ্ণুপুরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল ৯ জন বিজেপি কর্মী

সংবাদদাতা, বাঁকুড়াঃ- ২০১৯ লোকসভা নির্বাচনে এ রাজ্যে বিজেপি ভালো ফল করায় বিজেপি কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে রাজ্যের সাম্প্রতিক উপনির্বাচন গুলিতে বিজেপির ভরাডুবি সহ রাজধানী দিল্লিতে বিজেপির পরাজয়ে বিজেপি কর্মীরা ক্রমশই বিজেপির প্রতি আস্থা হারিয়ে ফেলছেন। আর সে কারনে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক পড়েছে। আর সে মতোই এদিন বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান শ্যাম মুখার্জির হাত ধরে রাধানগর পঞ্চায়েতের ভাডরা গ্রামের নয়জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন শ্যাম মুখার্জী। সামনেই পৌরসভা নির্বাচন তার আগে এই যোগদান তৃণমূল কংগ্রেসকে বাড়তি অক্সিজেন যোগ হবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান কারী রামকৃষ্ণ বাগদী নামে এক কর্মী বলেন, একটা সময় তৃণমূল করতাম কিন্তু ভুল বুঝে ও বিজেপির মিথ্যা প্রলোভনে বিজেপিতে যোগ দিয়েছিলাম। কিন্তু পুনরায় নিজেদের ভুল বুঝতে পেরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। আগামী দিনে শ্যাম মুখার্জির নেতৃত্বে তৃণমূলের হয়ে কাজ করব। বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান শ্যাম মুখার্জি বলেন, ওরা একটু ভুল করেছিল এবং মনের মধ্যে একটু অভিমান ছিল কিন্তু নিজেদের ভুল বুঝতে পেরে আবারো দলে ফিরে এসেছে এবং নিজেদের ভুলটাকে সংশোধন করার জন্যই নতুন করে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার প্রাক্তন জেলা সভাপতি স্বপন ঘোষ বলেন, ওরা বিজেপি করেনা যখন যে আসে তখন তাই করে, ওরা তৃণমূলই করতো। তৃণমূল এখন গোটা বাংলায় পৌর নির্বাচন ও বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিত্যনতুন নটাংকি করছে। তৃণমূলের লোককে বিজেপি সাজিয়ে তৃণমূলে যোগদান করাচ্ছে। এই নটাংকি গোটা বাংলা ব্যাপী চলছে বলে তিনি কটাক্ষ করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments