নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ কোভিড বিধি উঠে যাওয়ার পর এবছর পশ্চিম বর্ধমান জেলা থেকে উল্লেখযোগ্য ভাবে হজযাত্রীর সংখ্যা বেড়েছে। হজে সরকারি ভরতুকি উঠে যাওয়ার পরও এবছর এই জেলা থেকে হজ করতে যাওয়ার উৎসাহী মানুষের সংখ্যাটা চোখে পড়ার মতো। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবছর শুধু পশ্চিম বর্ধমান জেলা থেকেই হজে যাচ্ছেন ৩৫০ জন।
জেলা থেকে হজে যাওয়ার জন্য মনোনীত পুরুষ ও মহিলাদের বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে শহরের সিটিসেন্টারের ‘দুর্গাপুর মুসলিম ওয়েলফেয়ার সোসাইটি’। সেখানে, হজযাত্রীদের জন্য শনিবার হাওড়া থেকে পশ্চিমবঙ্গ হজ কমিটির মাস্টার হজ ট্রেনার মুফতি মুজিবর রহমান, বর্ধমান থেকে ট্রেনার নঈয়র আহমেদ এবং কলকাতা থেকে ডিজিটাল ট্রেনিং বিশেষজ্ঞ খলিলুর মল্লিক এদিন সিটিসেন্টারের সোসাইটি সভাঘরে আসেন এবং টানা ৪ ঘন্টা প্রশিক্ষণ প্রদান করেন। “কম্পিউটার মনিটর ও ডিজিটাল প্রজেক্টরের সাহায্যে ভিনদেশে গিয়ে হজযাত্রীরা যাতে কোনোরকম অসুবিধায় না পড়েন, সেই উদ্দেশ্যেই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। কোভিড পূর্ববর্তী সময়েও এরকম শিবিরের ব্যবস্থা করেছিলাম আমরা,” বলে জানালেন সোসাইটির সচিব মুন্সি আমিরুল আলম। সংস্থার সভাপতি ডঃ আজিজুর রহমান জানান, “এদিনের সফল এই শিবিরে পুরুষ ও মহিলা হজযাত্রীরা মিলে মোট ৯১জন এসেছিলেন মহকুমার উখড়া, অন্ডাল, নবগ্রাম, পাণ্ডবেশ্বর, পানাগড়, বুদবুদ এবং শংকরপুর ও আসানসোল মহকুমার রানিগঞ্জ শহর থেকে।”