নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বহু কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল একটি ভুয়ো ‘রিয়েল এস্টেট’ বা ‘বিল্ডার্স সংস্থা’র বিরুদ্ধে দুর্গাপুরে। ‘৯৯ বিল্ডার্স প্রাইভেট লিমিটেড’ (’99 Builders pvt. ltd’) নামে ওই সংস্থাটির কর্ণধারেরা পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় ফ্যাট বাড়ি নির্মাণ করার নাম করে কোটি কোটি টাকা সাধারণ মানুষের কাছ থেকে তুলেছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই ওই বিল্ডার সংস্থার কর্ণধারদের বিরুদ্ধে শুরু হয়েছে পুলিশী তদন্ত। দুর্গাপুরের ‘অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার’ বা ‘এডিএসআর’ শান্তনু পালের লিখিত অভিযোগের ভিত্তিতে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ সঞ্জীব দে-র নেতৃত্বে শুরু হয়েছে এই বহু কোটি টাকা প্রতারণা মামলার পূর্ণাঙ্গ তদন্ত।
একটি বিশেষ সূত্রে জানা গিয়েছে, ‘৯৯ বিল্ডার্স প্রাইভেট লিমিটেড’ (’99 Builders pvt. ltd’) নামে ওই বিল্ডার সংস্থার মালিকপক্ষ দুর্গাপুরের ফুলজোড়, বামুনাড়া, পানাগড়, গোপালমাঠ সহ বিভিন্ন জায়গায় বহুতল ফ্ল্যাট বাড়ি নির্মাণ করা হবে বলে মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে চমক সৃষ্টি করেছিল। সেই বিজ্ঞাপনের চমকে আকৃষ্ট হয়ে অসংখ্য গ্রাহক এই সংস্থার নামে লক্ষ লক্ষ টাকা অগ্রিম বাবদ দিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে জানা যায় এদের বেশিরভাগ জমির দলিল জাল। পুরোটাই ভাঁওতাবাজি করে মানুষকে ঠকানো হয়েছে বলে অভিযোগ। দুর্গাপুরের এডিএসআর শান্তনু পাল এই বিষয়ে দুর্গাপুর থানায় একটি অভিযোগ দায়ের করে অবিলম্বে সংস্থার মূল পান্ডাদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।
একটি সূত্র মারফত জানা গিয়েছে সংস্থার অন্যতম কর্ণধার রামপ্রতাপ সিং ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা। ইতিমধ্যেই রামপাল ইন্দর সিং সহ ওই সংস্থার বেশ কয়েকজন কর্মকর্তা নাকি পলাতক। পুলিশ তাদের হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। তবে এই দুষ্ট চক্রের পিছনে কোন প্রভাবশালী মহলের আশীর্বাদ রয়েছে বলেও সংশ্লিষ্ট তদন্তকারী মহলের একাংশের ধারণা। তবে কে বা কারা কোটি কোটি টাকা আত্মসাৎ করা এই সংস্থার মালিকদের পিছনে রয়েছে সে ব্যাপারে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
‘৯৯ বিল্ডার্স প্রাইভেট লিমিটেড’ (’99 Builders pvt. ltd’) এর অন্যতম সহযোগী হিসেবে বিদ্যুৎ ঘোষ নামে এক ব্যক্তির বিরুদ্ধেও সরাসরি অভিযোগের আঙুল উঠেছে। দুর্গাপুরের সিটি সেন্টার অম্বুজা হাউসিং কলোনি এলাকার বাসিন্দা বিদ্যুৎ ঘোষ সরাসরি গ্রাহকদের কাছ থেকে টাকা তোলার দায়িত্বে ছিলেন বলেও একটি সূত্রে জানা গিয়েছে। বর্তমানে সংস্থার অন্যতম কর্ণধার রাম প্রতাপ সিং এই মুহূর্তে ভারতবর্ষে আছেন কিনা সে বিষয়েও নিশ্চিত নন তদন্তকারীরা। প্রশ্ন উঠছে অসংখ্য গ্রাহকদের প্রতারিত করে আত্মসাৎ করা কোটি কোটি টাকা রাম প্রতাপ সিং ও তার সহযোগীরা কোথায় সরালেন!
উল্লেখ্য কলকাতার নিউটাউন সহ বেশ কিছু এলাকাতেও এই ‘৯৯ বিল্ডার্স প্রাইভেট লিমিটেড’ (’99 Builders pvt. ltd’) এর মালিকপক্ষ অসংখ্য মানুষকে প্রতারিত করেছেন। ইতিমধ্যেই ফ্ল্যাট-বাড়ি দেওয়ার নাম করে বেশ কিছু মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা বলে অভিযোগ উঠেছে। নিউটাউন এলাকাতেও পৃথকভাবে সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বিধান নগর কমিশনারেটের পুলিশ। তদন্তকারীদের একটি মহলের আশঙ্কা, ভুয়ো ‘রিয়েল এস্টেট’ সংস্থা খুলে রাম প্রতাপ সিং ও তার সহযোগীরা ভারতের বাইরে কোন বিদেশি রাষ্ট্রে আত্মগোপন করেনি তো? দুর্গাপুর থানা সুত্রে জানা গিয়েছে, পুলিশ যেভাবে এই প্রতারণা চক্রের তদন্তে দিনরাত এক করে সংস্থার কর্ণধারদের খুঁজে বের করার কাজে নেমে পড়েছে, তাতে প্রতারকদের প্রত্যেককেই খুব শীঘ্রই হাতের নাগালে পেয়ে যাবে পুলিশ। এমনটাই আশা তদন্তকারীদের।




















