নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– কেন্দ্রীয় সরকারের ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচিতে অংশগ্রহন করল দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়ারা। এদিন স্বচ্ছতা অভিযানের প্রচারের জন্য ছাত্রছাত্রীদের নিয়ে স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি রাঙ্গামাটি হয়ে আড়া, কালীগঞ্জ মোড় প্রদক্ষিণ করে। কালীগঞ্জ মোড়ে স্বচ্ছতা অভিযান ও প্রকৃতি-পরিবেশ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পড়ুয়ারা একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করে এবং কুইজে বিজয়ীদের হাতে একটি করে চারা গাছ তুলে দেয় পুরস্কার হিসেবে। পাশাপাশি এদিনের শোভাযাত্রা থেকে পথ চলতি ও সাধারণ মানুষকে পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও দূষণ মুক্ত রাখার বিষয়ে সচেতন করে ছাত্র ছাত্রীরা ও এলাকার সাফাই অভিযানেও হাত লাগায়।
অন্যদিকে ওই ইংরেজি মাধ্যম স্কুলের প্রিন্সিপাল মৌমিতা ঘোষাল চ্যাটার্জি জানান, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণের বার্তা দিতে ও পরিবেশকে স্বচ্ছ ও সুস্থ রাখা নিয়ে সাধারণ মানুষ ও পড়ুয়াদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যেই এদিনের এই বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয় ও চারাগাছ বিতরণ করা হয়।
প্রসঙ্গত মহাত্মা গান্ধীর স্বপ্নকে সফল করেত দেশ জোড়া স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি চালু করছে কেন্দ্রীয় সরকার। যার নাম দেওয়া হয়েছে ‘স্বচ্ছতা হি সেবা’। এবং দেশজুড়ে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এই কর্মসূচিতে অংশ নিয়ে ভারতকে স্বচ্ছ করে তোলার লক্ষ্যে এগিয়ে চলেছে।