eaibanglai
Homeএই বাংলায়আসানসোল শ্যুটআউটকাণ্ডে গ্রেফতার সুপারি কিলার

আসানসোল শ্যুটআউটকাণ্ডে গ্রেফতার সুপারি কিলার

সংবাদদাতা,আসানসোলঃ– আসানসোলের শ্যুটআউটকাণ্ডে গ্রেফতার সুপারি কিলার। তদন্তে নেমে ২৪ ঘন্টার মধ্যেই প্রথম গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির নাম এম.ডি শামীম, চিনাকুড়ির বাসিন্দা। বৃহস্পতিবার সকালে ধৃতকে আসানসোল আদালতে তোলা হয় ।তদন্তের স্বার্থে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হবে বলে জানা গেছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছ সুদের টাকার কারবারের জেরেই সুপারি কিলার দিয়ে ব্যবসায়ী শম্ভুনাথ মিশ্রা খুন করা হয়েছে। তদন্তের গতি আনতে ও খুনের ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা জানতে ধৃতকে হেফাজতে নিয়ে তদন্তে গতি আনতে চাইছে পুলিশ।

প্রসঙ্গত গতকাল সাত সকালে আসানসোলের কুলটি থানার চিনাকুড়ি ৩ নম্বর মোড় এলাকায় স্থানীয় ব্যবসায়ী শম্ভুনাথ মিশ্রকে খুব কাছ থেকে গুলি করে চম্পট দেয় দুই দুষ্কৃতী। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন শম্ভুনাথ মিশ্র। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। হাসপাতাল সূত্রে জানা যায় শম্ভুনাথ মিশ্রের মাথায় ও কোমরে গুলি লাগে। অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন দুষ্কৃতীরা শম্ভুনাথ মিশ্রকে লক্ষ্য করে প্রায় ছ’রাউন্ড গুলি চালিয়েছিল।

তবে শ্যুটআউটের কারণ নিয়ে ধন্দ দেখা দেয়। পরিবার দাবি করে শম্ভুনাথ মিশ্রের কোনো শত্রু ছিল কিনা তা তাদের জানা নেই। পরিবারের মতে শম্ভুনাথবাবু ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। যদিও স্থানীয় সূত্রে জানা যায় তিনি সুদের কারবারের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সূত্রেই তাকে খুন করা হয়েছে কিনা খতিয়ে দখতে তদন্তে নামে পুলিশ এবং বুধবার রাতেই এক সুপারি কিলারকে গ্রেফতার করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments