eaibanglai
Homeএই বাংলায়শারদোৎসব উপলক্ষ্যে ক্যামেলিয়ার নিবেদন 'বাজলো পুজোর ঘন্টা'

শারদোৎসব উপলক্ষ্যে ক্যামেলিয়ার নিবেদন ‘বাজলো পুজোর ঘন্টা’

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– শারদোৎসব উপলক্ষ্যে দুর্গাপুরের সুপরিচিত সাংস্কৃতিক সংস্থা ক্যামেলিয়ার উদ্যোগে শহরে আয়োজিত হল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাজলো পুজোর ঘন্টা’। ইস্পাত নগরীর চিত্তব্রত মজুমদার স্মৃতি সভাগৃহের মঞ্চে আয়োজিত (১৩ অক্টোবর ২০২৩) উল্লিখিত অনুষ্ঠানে পরিবেশিত হয় একক ও সম্মেলক সংগীত, সংগীতালেখ্য, নৃত্য ইত্যাদি। পরিবেশনায় ছিলেন ক্যামেলিয়া,গানের তরী,সুর তরঙ্গ, সরগম কলাকেন্দ্র ইত্যাদি সংস্থার শিল্পীরা। আমন্ত্রিত শিল্পী উজ্জ্বল নন্দী ও সুব্রত মুখোপাধ্যায়ের গাওয়া আধুনিক বাংলা গানের অনুষ্ঠান বিশেষ উপভোগ্য ছিল। অনুষ্ঠান বিন্যাস ও সঞ্চালনায় ছিলেন যথাক্রমে দেবদাস সেন ও কাকলি সেন। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, নৃত্যশিল্পী নির্মল নাগ প্রমুখ।। আয়োজকদের পক্ষ থেকে এদিন দুস্থ শিশুদের পুজোর বস্ত্রাদিও বিতরণ করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments