নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- কয়েক দিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। কিন্তু তার আগে মহালয়ার আগের রাতে থেকেই শহরে শুরু হয়ে গিয়েছে শব্দ বাজির দাপট। এদিকে পুজোর আগে শব্দ বাজির ব্যবহার রুখতে তৎপর প্রশাসন। শুক্রবার রাতে এবিষয়ে নজরদারি চালিয়ে বড়সড় সাফল্য পেল দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ। এদিন দুর্গাপুরের বন্ধ হয়ে যাওয়া বিওজিএল আবাসন এলাকা থেকে প্রচুর পরিমান শব্দ বাজি সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া বাজির পরিমাণ প্রায় ৮০ কেজি যার বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা। ধৃত ব্যক্তির নাম বিশ্বনাথ দেবনাথ। ধৃত ওই ব্যক্তি কোন চক্রের সঙ্গে যুক্ত রয়েছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। বিষয়টি নিয়ে তদন্তের স্বার্থে ধৃতকে ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে শনিবার তাকে মহকুমা আদালতে পেশ করে পুলিশ।