নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ– পড়াশোনার একঘেয়েমি কাটিয়ে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঠমুখো করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাঁকুড়া সদর মহকুমা বিদ্যালয় ক্রীড়া সংসদ। বাঁকুড়া জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের তত্ত্বাবধানে মহকুমার সমস্ত বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে মহকুমা স্তরের একটি ক্রীড়া (অ্যাথলেটিক্স) প্রতিযোগিতার আয়োজন হতে চলেছে। বুধবার বাঁকুড়া স্টেডিয়ামে এই প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব বা সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হচ্ছে। যেখানে মহকুমার মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ নিয়েছে।
বলতে গেলে করোনা লকডাউন বিপর্যয়ের পর জেলার মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাছে এই প্রতিযোগিতা একটি সমারোহে পরিণত হয়েছে। পুজোর আনন্দ ও শরতের আলো বাতাস গায়ে মেখে খেলাধুলার আসরে শামিল হয়েছে পড়ুয়ারা।
মূলত খেলাধুলার ক্ষত্রে মহকুমা স্তরের প্রতিভা অন্বেষণের জন্যই এই প্রতিযোগিতার আয়োজন বলে জানায় উদ্যোক্তা বাঁকুড়া মহকুমা বিদ্যালয় ক্রীড়া সংসদ।