নিজস্ব সংবাদদাতা,আসানসোলঃ– মহালয়া উপলক্ষ্যে চুরুলিয়া দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান “জাগো মা” আসানসোলের আনন্দম্ সভাগৃহে। প্রায় সাড়ে তিনঘণ্টা ব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল সমবেত ও একক নৃত্য, সঙ্গীত, আলেখ্য এবং গুণীজন সম্বর্ধনা। আসানসোল শিল্পাঞ্চল সহ চিত্তরঞ্জন , দুর্গাপুর এবং বর্ধমান(পশ্চিম) জেলার বিভিন্ন শিল্পী ও সাংস্কৃতিক সংস্থার সদস্যবৃন্দ একক, দ্বৈত ও সমবেত ভাবে অনুষ্ঠান উপস্থাপিত করেন। উপস্থিত ছিলেন কবি কাজী নজরুল ইসলামের ভ্রাতুষ্পুত্র কাজী রেজাউল করিম, সঙ্গীত ব্যক্তিত্ব বুদ্ধদেব সেনগুপ্ত সহ উল্লেখযোগ্য সংখ্যক বিশিষ্ট মানুষ। সমগ্র অনুষ্ঠানের বিন্যাস, পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন ফাউন্ডেশনের সম্পাদক সোনালী কাজী।