এই বাংলায় ওয়েবডেস্কঃ- বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, ষষ্ঠীর মধ্যেই নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে সাগরে। আর তার জেরে পুজোয় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়াবীদরা জানাচ্ছেন মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্ত ক্রমশ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর হয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে।শুধু তাই নয়, তা নিম্নচাপেও পরিণত হতে পারে। এই নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরে অন্ধ্র, ওডিশা উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা। এখন এর গতিপথ ঠিক কোন দিকে হয়, সেই দিকেই নজর রাখা হচ্ছে।
হাওয়া অফিস সূত্রে জানা গেছে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে রোদঝলমলে আবহাওয়া থাকলেও সোমবার থেকে তার বদল ঘটবে। অর্থাৎ নবমী ও দশমী দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। পুজোর এই দুই দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। অন্যদিকে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে পশ্চিমের জেলাগুলিতে এবং হতে পারে হালকা শীতের অনুভূতি ।
প্রসঙ্গত সাধারণ মানুষ সারা বছর প্রতীক্ষায় থাকেন পুজোয় ঘোরাঘুরি,প্যাণ্ডেল হপিং, আড্ডা, খাওয়া দাওয়ার জন্য। আর সেই সময় ঘূর্ণাবর্তের চোখরাঙানী রীতিমতো ভাবাচ্ছে আপামর বাঙালিকে।