eaibanglai
Homeএই বাংলায়গ্রাম বাংলার পুজোয় থিমের চমক

গ্রাম বাংলার পুজোয় থিমের চমক

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়াঃ– বাঁকুড়ার শুশুনিয়া সর্বজনীন পুজো সমিতির পুজো এবার ১৫ তম বছরে পদার্পণ করলো। এবার গ্রাম বাংলার এই পুজোতে রয়েছে থিমের চমক। এবারের ভাবনা ‘বাঁচিয়ে রেখে শিশু কন্যা, সমাজে আনুন খুশির বন্যা’। সমাজের কাছে এই বার্তা তুলে ধরা হয়েছে । পরিবেশ বান্ধব জিনিস পত্র দিয়ে বানানো হয়েছে মণ্ডপ। বাঁশের কুলো, ঝুড়ি, মাটির খোলা, কলসি এমনি নানান জিনিস পত্র দিয়ে তৈরি হয়েছে থিম। বিভিন্ন মডেলের মধ্য দিয়ে সমাজের কাছে কন্যা ভ্রূণ হত্যার বিরুদ্ধে বার্তা তুলে ধরে হওয়া হয়েছে। প্রতিমা সাবেকি ডাকের সাজে সজ্জিত।

প্রসঙ্গত প্রতি বছরই এই পুজো কমিটি থিম পুজোর মাধ্যমে সচেতনতার বার্তা তুলে ধরে। এ বছরও তার অন্যথা হয়নি। এই বছরও জেলাবাসীর নজর কাড়বে এই পূজা প্যাণ্ডেল এমনই আশা করছেন পুজো উদ্যোক্তারা। পুজো উদ্যোক্তা ও কমিটির সম্পাদক দেবব্রত কর্মকার জানান এই বছর বিশ্ব বাংলা সম্মান ২০২৩ এ তাদের পুজো
বাঁকুড়া জেলায় সেরা সমাজ সচেতনতায় প্রথম স্থান অধিকার করেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments