নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ভাইফোঁটায় রক্তদান শিবির। গত ৬ বছর ধরে এমনই এক অভিনব ও মহতি উদ্যোগ গ্রহন করে চলেছে দুর্গাপুরের জেসব গেট পূজা কমিটি। গত ২৫ বছর ধরে শ্রী শ্রী শ্যামা পূজার আরাধনা করে আসছে এই পুজো কমিটি। তার পাশাপাশি গত ছয় বছর ধরে ভাই ফোঁটার দিনে রক্তদানেরও আয়োজন করছে তারা। এই পুজো কমিটির উদ্যোগে এলাকার একাধিক দরিদ্র পরিবার এই ধরনের একটি সামাজিক কর্মকাণ্ডে অংশ নেয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আগামী ১৪ নভেম্বর ভাইফোঁটা উপলক্ষ্যে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছে জেসপগেট পূজা কমিটি। দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল ও দুর্গাপুর মহকুমা হসপিটাল ব্লাড সেন্টারের সহযোগিতায় অনুষ্ঠিত হবে এই শিবির। এবিএল কারখানা সংলগ্ন জেসব গেটে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।
উদ্য়োক্তাদের মতে বোন তার ভাইয়ের মঙ্গল কামনায় যখন ফোঁটা দেবেন তখনই হয়তো আরো ভাই-বোন রক্তের অভাবে আমাদের মুখের দিকে তাকিয়ে থাকবে। পূজা কমিটির অন্যতম কর্ণধার যীশু গুরুঙ্গ জানান, তিনি নিজে যেমন বিরল গ্রুপের রক্তদাতা ঠিক অনুরূপভাবে সাতজন তার পরিবারেও বিরল গ্রুপের রক্তদাতা রয়েছে। তারা সকলেই এই রক্তদান শিবিরে অংশ নেবেন। তাই সামাজিক ভাবনা থেকে দুর্গাপুরের আপামর ভাইবোনদের কাছে ভাইফোঁটার পুন্যলগ্নে স্বেচ্ছা রক্তদানে সমাজের কাছে কর্তব্য পালনের আবেদন জানিয়েছে জেসব গেট পূজা কমিটি। এমন অভিনবত্ব ভাবনায় হোক সামাজিক ঋণ শোধ।