সঙ্গীতা চৌধুরীঃ- অশুভ কে বিনাশ করে শুভ শক্তিকে জাগ্রত করে মহিষাসুর মর্দিনী হয়ে ওঠেন জগৎ জননী মা দুর্গা। কিন্তু যে অশুভকে মা বিনাশ করলেন সেই অশুভকেই কেন পুজোর মধ্যে স্থান দেওয়া হলো? দুর্গাপুজোয় দেবীর সাথে মহিষাসুরেরও পুজো কেন করা হয়? এই প্রশ্ন অনেকের মনেই আসে। আসলে এর উত্তর আছে কালিকাপুরাণে।
কালিকা পুরাণ অনুযায়ী, দেবী দুর্গা যখন মহিষাসুরকে পরাস্ত করেন , মহিষাসুর যখন বুঝতে পারেন তার মৃত্যু কাল আসন্ন, তখন মৃত্যুর আগে মহিষাসুর বর চেয়েছিলেন মা ভদ্রকালীর কাছে। মা জিজ্ঞেস করেছিলেন, কী বর চাই তার? মহিষাসুর তখন চেয়েছিল, দেবতাদের যজ্ঞের অগ্রভাগ। কিন্তু মা তা না দিয়ে অন্য বর দিয়ে বলেছিলেন, যেখানেই দুর্গা পুজো হবে মায়ের চরণে মহিষাসুরের স্থান হবে আর এভাবেই সে পুজো পাবে। এই যে মহিষাসুরকে বধ করে তাকে বর প্রদান করা হলো তারও কিন্তু একটি তাৎপর্য আছে। তাৎপর্যটি হলো এই যে, আমরা কোনো কিছু চাইলেই মা সেই সবকিছু আমাদের দেন না। আমরা আসলে তাই পাই যেটা পাবার আমরা যোগ্য। তবে মাকে যদি আশ্রয় করে থাকা যায় তবে মা কৃপা করে বড় কিছুর যোগ্য করে তোলেন আমাদের।