eaibanglai
Homeএই বাংলায়প্রয়াত প্রধানমন্ত্রীর মৃত্যু দিবসে স্মরণসভা ও সমাজসেবা মূলক অনুষ্ঠানের আয়োজন

প্রয়াত প্রধানমন্ত্রীর মৃত্যু দিবসে স্মরণসভা ও সমাজসেবা মূলক অনুষ্ঠানের আয়োজন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৯ তম মৃত্যু দিবসে দুর্গাপুরে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে স্মরণ করা হল। প্রথম অনুষ্ঠানটি হয় দুর্গাপুর মহকুমা কংগ্রেস সেবাদলের উদ্যোগে স্টিল টাউনশিপের কনিষ্কতে। এই স্মরণ সাভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায়, মহকুমা কংগ্রেস সেবাদলের চেয়ারম্যান অমল হালদার, ইনটাক নেতা রানা সরকার, অমল হালদার,অসীম সাহা,তুষার ঘোষ, যুব কংগ্রেস নেতা সুব্রত ঘোষ,মহিলা কংগ্রেসের নেত্রী সঙ্গীতা ঘোষ প্রমুখ।

অনুষ্ঠানে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্য দান করে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায় সহ অন্য কংগ্রেস নেতা নেত্রীরা। এরপর তিনি সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, “ইন্দিরা গান্ধী তাঁর সময়কালে একাধারে যেমন ব্যাংক জাতীয় করণ করেন তেমনি নিয়ে আসেন হরিতক্রান্তি, সেতক্রান্তি। আবার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তানকে দুই টুকরো করে প্রমাণ করে দিয়েছেন জাতীয়তাবাদ কখনো মেকি অথবা লোকদেখানো হতে পারেনা । আজকের দিনে উনি ভারত মাতার সেবা করতে গিয়ে ঊনতিরিশ টি গুলি খেয়ে ভারত মাতার কোলে লুটিয়ে পরেন । ইন্দিরা আজও প্রাসঙ্গিক, দেশের বিভাজনকারী শক্তিকে পরাস্ত করতে ইন্দিরা গান্ধীর চিন্তা দর্শনই আমাদের শক্তি। “

এছাড়াও প্রয়াত প্রধানমন্ত্রীর স্মরণে এদিন কংগ্রেসের উদ্যোগে পানাগড় বাজার,অণ্ডাল,জামুরিয়া,ডাবর মোড়,প্রান্তিকা জেলা কংগ্রেস কার্যালয়, ঝাঁজরা এম,আই,সি অফিস সহ একাধিক জায়গায় একাধিক অনুষ্ঠান তথা স্মরণ সভার আয়োজন করা হয়। ঝাঁজরায় গরীব প্রান্তিক মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। জেলা কংগ্রেস কার্যালয়ে ও ঝাঁজরায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী, জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী মেঘনা মান্না, পিসিসি সদস্য চন্ডী ব্যানার্জ্জী সহ একাধিক নেতৃত্ব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments