eaibanglai
Homeএই বাংলায়পশ্চিম বর্ধমান জেলার খসড়া ভোটার তালিকা প্রকাশিত

পশ্চিম বর্ধমান জেলার খসড়া ভোটার তালিকা প্রকাশিত

সন্তোষ মণ্ডল, আসানসোলঃ– আগামী বছর দেশে অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচন। জোর কদমে তার প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। সেই প্রস্তুতির অঙ্গ হিসেবে ইতিমধ্যেই জেলায় জেলায় প্রকাশিত করা হচ্ছে খসড়া ভোটার তালিকা। বুধবার পশ্চিম বর্ধমান জেলার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হলো। এদিন শ্চিম বর্ধমান জেলার ভোটার তালিকা সংশোধনের স্বার্থে সংযুক্তিকরণ পরিবর্ধন ও পরিমার্জনের কাজ পরিচালনার করার আধিকারিকদের উপস্থিতিতে ও কমিশন স্বীকৃত সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার কনফারেন্স রুমে একটি বৈঠক করেন জেলাশাসক পোন্নাবলম এস এবং জেলার খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন। এদিনের বৈঠকে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন, সদ্য দায়িত্ব নেওয়া আসানসোলের ( সদর) মহকুমাশাসক বিশ্বজিৎ ভট্টাচার্য, অতিরিক্ত জেলাশাসক প্রশান্ত রাজ শুক্লা, ওসি (ইলেকশন) ) মনিময় ভট্টাচার্য সহ অন‍্যান‍্যরা। বৈঠক শেষে এদিন জেলাশাসক জানান, ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে এটিই ভোটার তালিকার শেষ পরিমার্জন।

এদিনের প্রকাশিত তালিকা অনুযায়ী জেলায় এই মুহুর্তে মোট পুরুষ ভোটারের সংখ্যা ১১,৬৬,২৬৩ জন। মহিলা ভোটারের সংখ্যা ১১,১৯,১৪২ জন। জেলায় তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৪০ জন। সব মিলিয়ে জেলায় প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী ভোটারের সংখ্যা ২২,৮৫,৪৪৫ জন। ২০২১ এর রাজ্য বিধানসভা নির্বাচনের সময় জেলার নয়টি বিধানসভায় মোট ভোটারের সংখ্যা ছিল ২২,৩১,৭৪৯ জন। অর্থাৎ গত দু বছরে পশ্চিম বর্ধমান জেলায় ভোটারের সংখ্যা বেড়েছে ৫৩,৬৯৬ জন।

অন্যদিকে, পশ্চিম বর্ধমান জেলায় বুথ বা ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যাও ২৫ টি বেড়েছে। জেলায় মোট বুথের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৯৩ টি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments