সংবাদদাতা, বাঁকুড়াঃ- অজানা জন্তুর আক্রমণে আতঙ্ক গ্রাম জুড়ে। ঘুম উড়েছে গ্রামবাসীর। ঘটনা বাঁকুড়ার খাতড়ার মেঝারিগোড়া গ্রামের। ওই জন্তুর খোঁজ শুরু করেছে বনদপ্তর। গ্রামে বসানো হয়েছে ট্রাপ ক্যামেরা। বনকর্মীরা সংগ্রহ করেছে ওই অজনা প্রাণীর পায়ের ছাপ।
স্থানীয় গ্রামবাসীদের দাবি রাতে গোয়ালে ঢুকে ছাগল, মুরগি সহ গৃহপালিত পশু পাখি নিয়ে পালাচ্ছে অজানা জন্তু। মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে এই অজানা জন্তুর তাণ্ডব। তবে ওই জন্তু একা নয় আসছে দলে। কারণ গ্রামের কয়েকটি বাড়ির খামার সংলগ্ন এলাকায় মিলেছে ওই জন্তুর দলের পায়ের ছাপ। এরকম জন্তুর পায়ের ছাপ গ্রামে আগে কোনোদিন দেখা যায়নি বলে দাবি গ্রামবাসীদের।
স্থানীয় গ্রামবাসী তারিণী পাল জানান, পর পর দুই রাতে তার গোয়ালে ঢুকে চারটি ছাগল ও মুরগির উপরে আক্রমণ চালায় ওই জন্তুর দল। একটি ছাগলকে নিয়ে পালিয়ে যায় জন্তুরা ও বাকি তিনটিকে আহত করে ফেলে রেখে যায়। পরে ওই তিনটি ছাগলের মৃত্যু হয়। এমনকি বাড়ির পোষা টিয়া পাখিটি নিয়েও পালিয়েছে ওই জন্তুরা। এমনটাই দাবি তারিণীবাবুর। গ্রামের আরেক বাসিন্দা অষ্টমী মাহাতোর জানান, তার বাড়ির প্রাচীর টপকে বাড়ির ভেতরে ঢুকে মুরগি নিয়ে পালিয়েছে ওই জন্তুর দল। ফলে স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন তারা।
মঙ্গলবার রাতে ওই ঘটনা ঘটার পর বুধবার সকালে বনদপ্তরে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে বন বিভাগের খাতড়া রেঞ্জের কর্মীরা গ্রামে গিয়ে ওই অজানা জন্তুর পায়ের ছাপ সংগ্রহ করেন। পাশাপাশি বুধবার রাতে গ্রামের একাধিক বাড়ির খামারে ক্যামেরার বসিয়ে নজরদারি চালানো হয় সারারাত ধরে।
বিষয়টি নিয়ে বন বিভাগের খাতড়া রেঞ্জের আধিকারিক সীতারাম দাস জানান, গ্রামে ক্যামেরা বসানো হয়েছে এবং সারারাত ধরে নজরদারি চালানো হয়েছে, কিন্তু কোন রকম অজানা জন্তুর দেখা পাওয়া যায়নি। আজ রাতেও নজরদারি চালানো হবে। তবে এই অজানা জন্তু নিয়ে আতঙ্কের কোন কারণ নেই বলেও গ্রামবাসীদের আশ্বস্ত করেছেন তিনি। পাশাপাশি যে পরিবারগুলির গৃহপালিত পশু মারা গেছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।