সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– জেলার প্রত্যেক ব্লকে ব্লকে আয়োজিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলন কর্মসূচি ও জন সংযোগ সভা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও দুর্গাপুরের ব্লকগুলোতে শনিবার থেকে তা শুরু হয়েছে। রবিবার পশ্চিম বর্ধমান জেলার বারাবনি ব্লকের বারাবনি ব্লক তৃণমূলের সভাপতি অসিত সিংহের নেতৃত্বে ও বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কপিষ্ঠা ম্যারেজ হলে আয়োজিত হয় বিজয়া সম্মেলনী ও জনসংযোগ সভা। আর এই সভা থেকেই আগামী লোকসভা নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়ার বার্তা দিলেন মন্ত্রী মলয় ঘটক।
এদিনের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে মন্ত্রী মলয় ঘটক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলার বিধায়ক, দলের বিভিন্ন শাখা সংগঠনের জেলা তথা ব্লকের সভাপতি, সভানেত্রী, পুরনিগমের মেয়র পারিষদ ও বর্ষীয়ান নেতারা। এদিন দলের বাছাই করা কিছু পুরনো কর্মী ও নেতাদেরকে এই বিজয়া সম্মেলনীতে সম্বর্ধনা দেওয়া হয়।
উল্লেখ্য বছর ঘুরলেই ২০২৪ সালে লোকসভা নির্বাচন। আগামী বছরের প্রথম তিন/চার মাসের মধ্যেই লোকসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই দলের নেতা ও কর্মীদেরকে চাঙ্গা করে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। এদিন দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “হাতে সময় কম। এখনই সবাইকে ঝাঁপিয়ে পড়তে। এখন প্রথম ও প্রধান কাজ হলো ভোটার তালিকা নাম তোলা। যারা বুথের বিএলও আছেন তাদের এটা কাজ। যদি তা কেউ করতে না পারে, তাহলে তাদেরকে এখনই সরিয়ে অন্য কাউকে বসাতে হবে। তৃণমুল কংগ্রেসকে ভোট দেন এমন পরিবারের সব সদস্যের নাম ভোটার তালিকায় আছে কিনা তা দেখতে হবে। ব্লক সভাপতি ও বুথ সভাপতিকে জেনে রাখতে হবে, তার এলাকায় কত ভোট দলের আছে। আমাদের একমাত্র লক্ষ্য হলো আসানসোল লোকসভা কেন্দ্রে দলের প্রার্থীকে অনেক বেশি ভোটে জেতানো।”
মন্ত্রীর পাশাপাশি এই বিজয়া সম্মেলনীতে বক্তব্য রাখেন জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, তৃণমুল মহিলা কংগ্রেসের রাজ্য নেত্রী আলপনা বন্দোপাধ্যায়, জেলা সভানেত্রী অসীমা চক্রবর্তী, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ব্লক সভাপতি তথা আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়। সকলেই নিজেদের বক্তব্যে কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করেন।
এদিন বারাবনির পাশাপাশি আসানসোল উত্তর বিধান সভার দুটি ও কুলটি ব্লকের বিজয়া সম্মেলনী হয়। এইসব বিজয়া সম্মেলনীতেও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক ছিলেন।