eaibanglai
Homeএই বাংলায়চলতি মাসেই অনুষ্ঠিত হতে চলেছে "আসানসোল উৎসব ২০২৩"

চলতি মাসেই অনুষ্ঠিত হতে চলেছে “আসানসোল উৎসব ২০২৩”

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– চলতি মাসেই অনুষ্ঠিত হতে চলেছে বহু প্রতিক্ষিত ” আসানসোল উৎসব ২০২৩ “। আসানসোলের সেনরেল রোড বা বিবেকানন্দ সরণীর এইচএলজি হাসপাতাল মোড়ের আড্ডা গ্রাউন্ডে ১০ দিনের এই উৎসব শুরু হবে আগামী ২৪ নভেম্বর থেকে। চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত। চলছে উৎসবের চূড়ান্ত প্রস্তুতি। সোমবার আসানসোলের কল্যানপুর হাউজিংয়ের শুভম ম্যারেজ হলে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান আসানসোল উৎসব কমিটির কো-অর্ডিনেটর আসানসোল পুরনিগমের কাউন্সিলার অনিমেষ দাস। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সুব্রত বিশ্বাস, অলোক ওরফে মুনমুন মুখোপাধ্যায়, কবিতা যাদব, হেমন্ত গোস্বামী পরিমল বাউরি, উৎপল ধীবর।

বৈঠকে অনিমেষ দাস বলেন, “আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা এবারের উৎসব কমিটির সভাপতি। রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক প্রধান পৃষ্ঠপোষক। আর আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সম্পাদকের দায়িত্ব পালন করবেন।”

এবার অষ্টম বর্ষে পড়লো এবারর আসানসোল উৎসব। মাঝে একবছর করোনার জন্য এই উৎসবের আয়োজন করা হয়নি। এবারের উৎসবে প্রায় ১৮৬ টির মতো স্টল থাকবে। বাংলার পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্য ও বিদেশ থেকে বিভিন্ন সামগ্রীর স্টল থাকবে উৎসব প্রাঙ্গনে। যার মধ্যে রয়েছে নেপাল, বাংলাদেশ ও আফগানিস্তান। উৎসবের অন্যতম আকর্ষণ হিসাবে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। তারপরে কলকাতার নামী শিল্পীরা থাকবেন।

এদিন অনিমেষবাবু বলেন, “আসানসোল উৎসবের উদ্দেশ্য হলো স্থানীয় নতুন শিল্পীদের একটা প্লাটফর্ম দেওয়া। তাই গত বছর যারা অনুষ্ঠান করেছেন, তারা আর সুযোগ পাবেন না। কমিটি শিল্পীদের পাঠানো তাদের পারফরম্যান্সের ভিডিও দেখে অনুষ্ঠান করার সুযোগ দেওয়ার জন্য বাছাই করবে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments