eaibanglai
Homeএই বাংলায়কালীপুজোয় জীবন্তকালী মা সোনার শাড়ি পরে ভক্তদের দর্শন দেবেন!

কালীপুজোয় জীবন্তকালী মা সোনার শাড়ি পরে ভক্তদের দর্শন দেবেন!

সঙ্গীতা চৌধুরীঃ- কোনো ঠাকুরের মূর্তির মধ্যে যখন প্রাণ প্রতিষ্ঠা হয়, তখন‌ই তিনি হয়ে ওঠেন জীবন্ত বিগ্রহ। এই প্রাণ প্রতিষ্ঠা সেই সমস্ত মন্দিরেই হয়ে থাকে, যেখানে সেই সব ঠাকুর নিত্য পূজিত হন, কিন্তু কোথাও কোথাও দেখা যায়, বিগ্রহের সামনে দাঁড়ালে ভক্তরা খুব বেশি পরিমাণে নিজেরাই অনুভব করতে পারছেন যে, ঠাকুর আছেন, কোথাও সেটা স্বল্প মাত্রায় অনুভূত হয়। আসলে প্রত্যেকটি স্থানের যেমন একটি ক্ষেত্র মাহাত্ম্য থাকে,তেমনি ভক্তের ভক্তি, ঠাকুরের ঐশ্বর্যের প্রকাশ,লীলা মাহাত্ম্য ইত্যাদি অনেক কিছুর ওপর এই অনুভবের ব্যাপারটা কম বেশি নির্ভর করে। যেখানে গিয়ে আমরা ঠাকুরের দৈবিক শক্তিকে বেশি মাত্রায় অনুভব করতে পারি, সেই জায়গাকেই আমরা বলি জাগ্রত, সেই বিগ্রহকেই আমরা বলি জীবন্ত। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে, কলকাতাতেই এমন জীবন্ত কালী মায়ের মন্দির আছে, কিন্তু কোথায় সেই মন্দির? কেন ই বা দূর দূরান্ত থেকে ভক্তরা জীবন্ত কালী মায়ের দর্শনে ছুটে যান? মায়ের কী লীলা কথা ছড়ানো আছে এই মন্দিরকে ঘিরে? আজকে মায়ের মন্দির ঘিরে জড়িয়ে থাকা সেই সব লীলা মাহাত্ম্য কথা আপনাদের বলবো।

মা শ্যামসুন্দরী হলেন কলকাতার জীবন্ত কালী মা। তার ভুবন মোহিনী হাসি বিখ্যাত, তার পুজো হয় অন্ধকারে আর পুজোর নিত্য প্রসাদ কী হবে, তাও ঠিক করে দেন স্বয়ং মা। তাই মায়ের কথা মেনেই আজও পাকা কলা আর এক মুঠো আতপ চালে পূজিতা হন দেবী। মা এখানে পাঁচ বছরের ছোটো মেয়ে। এই মন্দিরকে ঘিরে শোনা যায় অনেক অলৌকিক কাহিনী, শোনা যায় আজ‌ও রাত্রের অন্ধকারে জীবন্ত কালী মা শ্যামসুন্দরী ধুলো পায়ে হেঁটে বেড়ান মন্দিরের প্রাঙ্গনে। বহু বছর আগে এক মহালয়ার পূণ্য লগ্নে মা প্রথম দর্শন দিয়ে ছিলেন আর মায়ের সেই অলৌকিক লীলা দেখেই ভয়ে অজ্ঞান হয়ে যান পুরোহিত। আবার ভক্তদের প্রার্থনায় বিগলিত হয়ে তাদের ঘরে গিয়ে দর্শন দিয়ে আসেন জীবন্ত কালী মা শ্যামসুন্দরী। দূর দূর থেকে যে ভক্তরা আসেন, তারাও মাকে দর্শন করলেই বুঝতে পারেন,মা এখানে সত্য সত্যই আছেন। এখানে আসা ভক্তরা তাই মায়ের দর্শন করে বলেন,“ মা যে আছেন, তা এখানে এসে উপলব্ধি করতে পারি। ”

কলকাতার হরিনাথ দে রোডের কাছেই যে মা জীবন্ত রূপে অবস্থান করছেন তা অনেকেরই জানা নেই। এখন এই মন্দিরে কীভাবে যাবেন? এই মন্দিরে যেতে হলে হাওড়া ও শিয়ালদা দুই জায়গা থেকেই যেতে পারবেন। হাওড়া থেকে যেতে গেলে আপনাকে বাস ধরতে হবে। হাওড়া থেকে এই মন্দিরের দূরত্ব ৪ কিলোমিটার মতো, ট্যাক্সিতে করে গেলে ১২ মিনিট সময় লাগবে, বাসে গেলে একটু বেশি সময় লাগবে। হাওড়া হয়ে গেলে সুকিয়া স্ট্রিট,দ্য কলকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনেই আপনাকে নামতে হবে আর যদি শিয়ালদা থেকে যান তাহলে সেখান থেকে বাস ধরলে সাত থেকে আট মিনিট লাগবে, সুকিয়া স্ট্রিটের মেডিকেল কলেজে পৌঁছোতে। হোমিওপ্যাথি মেডিকেল কলেজের পাশের গলিতেই রয়েছে শ্যাম সুন্দরী জীবন্ত কালী মায়ের অবস্থান।

এই মন্দিরে প্রতি মুহূর্তেই নানান রকম অলৌকিক ঘটনা ঘটে, যার সাক্ষী থাকেন মন্দিরের পুরোহিতরা এবং আগত ভক্তেরা। কখনো মন্দিরের পুরোহিত বুঝতে পারেন কেউ যেন অনেক উঁচু থেকে ধপ করে নামলেন, কখনো বা তিনি মায়ের নূপুরের আওয়াজ শুনতে পান, যেটা সোজা ভৈরব দেবের ঘরে চলে যায়। কখনো পুরোহিত দেখেন, অনেক লম্বা লম্বা চুল, চারটে হাত, মুখটা অন্ধকারে ঢাকা, পরক্ষণেই দেখেন, সেখানে কেউ নেই- এইরকম অলৌকিক লীলা মা প্রত্যেকটা মুহূর্তেই করে থাকেন এবং প্রমাণ দিয়ে থাকেন তিনি এখানে জীবন্ত রূপে আছেন।

আপনি যদি মাকে দর্শন করতে যান তাহলে একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনাকে যেতে হবে। মাকে দর্শন করতে গেলে আপনাকে অবশ্য‌ই সকাল ৭ টা থেকে দুপুর ১টা আর বিকেল চারটে থেকে সন্ধ্যে ৮ টার মধ্যেই যেতে হবে। আজ থেকে বহু বছর আগে মহালয়ার দিন শ্যাম সুন্দরী মায়ের এই মন্দিরে ঘটেছিলো এক অলৌকিক লীলা। ঐদিন মায়ের মন্দিরের পুরোহিত পুজোর বাজার করবার জন্য রাস্তায় গিয়ে দেখেন,পাঁচ বছরের একটি বাচ্চা মেয়ে,পুরো গায়ে কালো রং মেখে,চোখে লাল রঙ দিয়ে মা কালী সেজে সকলের কাছে ভিক্ষা চাইছে। মন্দিরের পুরোহিতের কাছেও সেই মেয়েটি ভিক্ষা চায় কিন্তু পুরোহিতের এই বিষয়টা ভালো লাগে না, তিনি মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলেন, ‘কাজ করে খা’। বাচ্চা মেয়েটি তখনই উঠে দাঁড়িয়ে বলে,‘আমি যদি কাজ‌ই পেতাম তাহলে কি আর তোমার কাছে ভিক্ষা চাইতে আসতাম?’

এরপর বাচ্চা মেয়েটি চলে যায় পুরোহিত তার পছন্দমতো মায়ের ভোগের জন্য ফল, মিষ্টি, চাল, ডাল সবকিছু অনেক বেশি পরিমাণে কিনে নিয়ে মন্দিরে চলে যান এবং সেই দিন মায়ের অন্ন ভোগের ব্যবস্থা করা হয় , মাকে দেখতে সেদিন প্রচুর ভক্ত আসেন। এখন এখানে একটা কথা বলি, চিরকালই এই মন্দিরের নিয়ম কালীপুজোর দীপান্বিতা অমাবস্যা ছাড়া প্রতিটা অমাবস্যায় মায়ের পুজো অন্ধকারে হয়, সেই নিয়ম মেনে অন্ধকারে মায়ের পুজো করা হচ্ছিলো, পুজো চলতে চলতে হঠাৎ পুরোহিত দেখলেন মহাদেব আছেন, কিন্তু মা নেই। পুরোহিত তখন ভাবলেন, মা তো কালো তাই অন্ধকারের সাথে মিশে গিয়েছেন, তাই তাকে দেখা যাচ্ছে না, সঙ্গে সঙ্গে তিনি ঘিয়ের প্রদীপটা মায়ের সামনে এগিয়ে নিয়ে যান,তখন তিনি দেখেন সেখানে সত্যি মা নেই আর মহাদেব যেন শবের মতো পড়ে আছেন!

এই দৃশ্য দেখে পুরোহিত তখন ভয় পেয়ে পিছিয়ে আসেন এবং ভয়ে তার গা শিউরে ওঠে তখন সেখানে ছমছম আওয়াজ হয় আর কেউ যেন হেঁটে আসছে মনে হয়। এরপর মা ডান পা রাখেন মহাদেবের বুকের উপর আর সেই অন্ধকারের মধ্যেই ফুটে ওঠে মায়ের মুখ। তখন মায়ের বিগ্রহের মধ্যে থেকে হাত বেরিয়ে আসে সেই ছোট্ট মেয়েটার, মা তখন পুরোহিতকে বলেন, যে, চাল কলা খেতে দে আমায়। দিবি না?-মায়ের সেই রূপ দেখে পুরো অজ্ঞান হয়ে পড়ে যান পুরোহিত‌। সেই মুহূর্তে পুরোহিত আরো শুনতে পান, মা যেন বলছেন,“ আমি শুধু বড়লোকের মা নই রে, আমি গরিবেরও মা‌। তাই আজ থেকে তুই যতই আমার জন্য বিশেষ পুজো করিস না কেন, যদি কোনো ভক্ত এক মুঠো আতপ চাল আর একটা পাকা কলা আমার কাছে নিবেদন করে, আমার কাছে তার থেকে বড় আর কিছু নেই। ”

তাই মায়ের কাছে চাল,কলা নিবেদন করলেই মা ভক্তদের সকল মনস্কামনা পূরণ করেন ,তিনি কাউকেই খালি হাতে ফেরান না। মায়ের মাহাত্ম্য প্রসঙ্গে বলতে গিয়ে এখানকার পুরোহিতরা বলেন, কারোর হয়তো সন্তান হয় নি, মায়ের কৃপায় তার সন্তান হচ্ছে, কেউ চিরকাল ভাড়া বাড়িতে থেকেছে, তার হুঠ করে বাড়ি হয়ে গেলো, কেউ চাকরির আশা নিয়ে মায়ের কাছে এসে ছিলো, তার বড় জায়গায় চাকরি হয়ে গেলো এইভাবেই মা সব সময় ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। এই মন্দিরের পুরোহিত আরও বলেন যে, মা নিজে বলেছেন, এখানে মাঙ্গলিক দোষ থেকে কাল সর্প দোষ সব কেটে যায় শুধুমাত্র মাকে দর্শনে। আর ৫১ সতীপীঠ দর্শনের ফল‌ও লাভ হয় মায়ের দর্শন করলেই।

প্রসঙ্গত উল্লেখ্য, এই বছর কালী পুজোয় শ্যামসুন্দরী মা সোনার শাড়ি ও সোনার মুকুট ও সোনার সাজে সজ্জিত হয়ে ভক্তদের দর্শন দেবেন। দীপান্বিতা অমাবস্যার এই দিনে মায়ের দর্শন করলে মৃত্যু ভয় নাশ হয় এবং অমরত্ত্ব লাভ হয়। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, কালীপুজোর এই দিন যারা মাকে দর্শন করতে যাবেন তাদের অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে তা হলো, অন্যান্য দিন সকালবেলায় মায়ের দর্শন পেলেও এই দিন কিন্তু সন্ধ্যার পর অর্থাৎ 4.51 pm থেকে মা দর্শন দেবেন ভক্তদের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments