নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরের বেনাচিতিতে সমকামী সম্পর্কের জেরে শাশুড়িকে খুনের ঘটনায় অভিযুক্ত পুত্রবধূ ও তার বাবকে গ্রেফতার করল পুলিশ। শনিবার তাদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে অভিযুক্ত পুত্রবধূ সুনন্দা রায়কে ৩ দিনের পুলিশ হেফাজত ও তার বাবা জয়দেব তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
প্রসঙ্গত গত বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় বেনাচিতির দেবীনগরের বাসিন্দা ৭০ বছরের বৃদ্ধা অনিমা রায়ের। এরপরই মৃতার ছেলে তার মাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন। বৃদ্ধার ছেলের দাবি তার স্ত্রী আসানসোলের একটি থানার এক মহিলা সিভিক ভলান্টিয়ারের সঙ্গে সমকামী সম্পর্কে জড়িত। গত প্রায় দু’বছর ধরে তার স্ত্রী এই সম্পর্কে রয়েছে বলেও দাবি করেন বৃদ্ধার ছেলে। এরই মধ্যে গত ২৯ অক্টোবর নিজের পুত্রবধূ ও তার সঙ্গী সিভিক ভলান্টিয়ারকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন অনিমাদেবী। তিনি ওই সম্পর্ক নিয়ে প্রতিবাদ জানালে পুত্রবধূ সুনন্দা রায় তাকে ব্যাপক মারধর করেন বলে অভিযোগ। এমনকি ওই মারধরের সময় সুনন্দাদেবীর বাবা সেখানে উপস্থিত ছিলেন ও মারধরে উৎসাহ দেন বলে অভিযোগ। অন্যদিকে মারধরের ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধা অনিমা দেবী। তাকে শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়। বৃদ্ধার ছেলের দাবি তার স্ত্রীর মারধরের কারণের মৃত্যু হয়েছে তার মায়ের। এরপর তার অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযুক্ত সুনন্দা রায় ও তার বাবা জয়দেব তাকে গ্রেফতার করে পুলিশ।