সঙ্গীতা চৌধুরীঃ- পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুর মহকুমার অন্তর্গত রাজবলহাটে রাজবল্লভী মায়ের মন্দির আছে। মা এখানে শ্বেতবল্লভা, বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ আসেন মায়ের দর্শন করতে। রাজবল্লভী মায়ের স্বভাব রাজকীয়, তিনি প্রতিদিন রাতে কাঠের পালঙ্কে নিদ্রা যান, রাত্রে মাঝেমধ্যে তার তামাক খেতে ইচ্ছা হয়, তাই মন্দিরের মধ্যে একটি কোনায় থাকে গড়গড়া। তবে মায়ের খাবার সেই রকম কোনো আরম্ভর নেই, প্রতিদিন সিদ্ধ ভোগ রান্না হয় মায়ের জন্য রন্ধনশালায় আর মায়ের ভোগ খেতে প্রতিদিন মন্দিরে ভিড় করেন হাজারেরও বেশি ভক্ত।
মায়ের মন্দিরের প্রসাদ সম্পর্কে একটি গল্প কথিত আছে। আগে মায়ের ভোগের প্রসাদ রান্না হতো, ফোড়ন দিয়ে, খুব সুন্দর করে, কিন্তু কেউ একজন রন্ধনশালার পাশ দিয়ে যাওয়ার সময় বলেছিলো,‘আহ কি সুন্দর রান্না হচ্ছে’ এই কথাতে মায়ের প্রসাদ যেহেতু ভোগ নিবেদন করার আগেই নিবেদিত হয়ে যায়,সেই কারণে মা স্বপ্নাদেশ দেন যে, “আর রান্নায় ফোড়ন চলবে না, এরপর থেকে সব সিদ্ধ রান্না হবে।” মায়ের সেই স্বপ্নাদেশ মেনেই তারপর থেকে মায়ের সিদ্ধ রান্না হয়।
আজকে কালীপুজোর দিন মায়ের সাজের ছবি থাকলো আপনাদের জন্য।