সঙ্গীতা চৌধুরীঃ- হুগলি জেলার হরিপাল থানার শ্রীপতিপুর গ্রামের বৈষ্ণব ধর্মাবলম্বী অধিকারী বাড়ির মা সবুজ কালী। মায়ের গায়ের রং সবুজ কেন? কারণ মা এখানে স্বপ্নাদেশ দিয়ে বিগ্রহ প্রতিষ্ঠতাকে দেখিয়ে দিয়ে ছিলেন যে, মায়ের গায়ের রঙ কচি কলাপাতার মতো সবুজ হবে। ঘোর বৈষ্ণব পরিবারে মায়ের প্রতিষ্ঠা নিয়ে যখন তুমুল বিরোধ বাঁধে,তখন মা নিজে সেই বিভেদ ঘুচিয়ে দেখান যে, কৃষ্ণ, কালী এক অঙ্গে মিশে এক কালী মূর্তি ধারণ করছেন,তার গায়ের রং দুর্বাদলের মতো সবুজ। অধিকারী পরিবারের বটকৃষ্ণ অধিকারী তখন মায়ের নির্দেশ অনুসারে মাকে প্রতিষ্ঠা করেন।
আজ কালীপুজোর দিন সেই মন্দিরে মায়ের পুজো উপলক্ষে বিশেষ পুজো ও হোম হয়, চলুন দেখে নেওয়া যাক দীপান্বিতা অমাবস্যার এই বিশেষ তিথিতে সবুজ কালী মায়ের রূপ!
দীপান্বিতা অমাবস্যায় মা সবুজ কালীর সাজ ও পুজোর কিছু দৃশ্য