সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- পশ্চিম বর্ধমান জেলা তৃণমুল কংগ্রেসের সভাপতি পদে দ্বিতীয়বারের জন্য মনোনীত হলেন পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। প্রসঙ্গত গতকাল ঠিক কালী পুজোর পরের দিন রাজ্য জুড়ে বেশ কয়েকটি জেলা সভাপতি ও চেয়ারপার্সন পদে রদবদল করে তৃণমূল নেতৃত্ব। তবে পশ্চিম বর্ধমান জেলায় সেভাবে কোনও রদবদল হয়নি। আবারও পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উপরই আস্থা রাখলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে দলের জেলা চেয়ারপার্সন পদেও কোনো রদবদল হয়নি। এই পদেও বহাল রাখা হয়েছে কুলটির উজ্জ্বল চট্টোপাধ্যায়কে।
এদিন আবারও দলের জেলা সভাপতির দায়িত্ব পেয়ে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “আমি ধন্যবাদ জ্ঞাপন করব মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, পুনরায় ভরসা রাখার জন্য। এই ভরসা পশ্চিম বর্ধমান সাধারণ মানুষের ভরসা, এই ভরসা মা মাটি মানুষের ভরসা। আগামী দিনে পশ্চিম বর্ধমান জেলার সংগঠনকে আরো সুদৃঢ করতে বদ্ধপরিকর আমি। ২০২৪ এর লোকসভা নির্বাচনে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল এবং দুর্গাপুরের দুটি আসন আমি তৃণমূল কংগ্রেসের সুপ্রিম তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়ে সংসদে দলের ক্ষমতা বাড়াতে চাই।”
প্রসঙ্গতঃ, ২০২১ এর বিধান সভা নির্বাচনের পরে কখনো না জেতা আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল জয় পায় রাজ্যের শাসক দল। বিজেপিকে পর্যদুস্ত করে তৃণমুল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা প্রায় ৩ লক্ষ ভোটে জেতেন। গত পঞ্চায়েত ভোটের পাশাপাশি এই উপনির্বাচনের ফল তৃণমূল সুপ্রিমোর মন কেড়েছে বলে ধারণা রাজনৈতিক মহলের। তাই আগামী ২০২৪ এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো আবারও নরেন্দ্রনাথ চক্রবর্তীর উপর আস্থা রাখলেন বলে মনে করছেন ওয়াকিবাহল মহল।