eaibanglai
Homeএই বাংলায়অবাক গ্রাম, পালিত হয় না ভাইফোঁটা

অবাক গ্রাম, পালিত হয় না ভাইফোঁটা

সংবাদদাতা,বাঁকুড়া:– “ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যমের দুয়ারে পড়ল কাঁটা…….” আজ ভাইয়ের মঙ্গল কামনা করে যখন বোনেরা তাদের ফোঁটা দিচ্ছে তখন বাঁকুড়া শহর সংলগ্ন বাঁকুড়া দুই নম্বর ব্লকের বদড়া গ্রামে নেই ভাইফোঁটার উৎসব। এখানে কোনো বোন তার ভাইয়ের মঙ্গল কামনায় ফোঁটা দেয় না। এই রীতি চলে আসছে দীর্ঘ প্রায় ৪০০ বছর ধরে। কিন্তু কী কারণে এই অবাক করা রীতি? শুনলে আপনিও অবাক হবেন।

গ্রামবাসীরা জানাচ্ছেন প্রায় ৪০০ বছর আগে এই গ্রাম ঘন জঙ্গলে ঘেরা ছিল। তৎকালীন সময়ে ভাইফোঁটার দিনে এই গ্রামের ক্ষত্রিয় জাতির এক ব্যক্তি জঙ্গলে গিয়েছিলেন কোনো কারণে এবং সেখানে হিংস্র বাঘের আক্রমণে তার মৃত্যু হয়। ঘটনায় শোকের ছায়া নামে গ্রাম জুড়ে এবং তারপর থেকেই বদড়া গ্রামে পালিত হয় না ভাইফোঁটা। এবং এটাই রীতিতে পরিণত হয়।

তবে বর্তমানে প্রচীন এই রীতি ভেঙে বেরিয়ে আসছেন নতুন প্রজন্মের অনেকেই। তাদের মতে অতীতে ঘটে যাওয়া একটি অঘটনের জন্য ভাইফোঁটার মতো আনন্দদায়ক একটি উৎসব থেকে নতুন প্রজন্মকে বঞ্চিত রাখার কোনো মানে হয় না। তাই এখন গ্রামের বেশ কিছু পরিবারে নতুন করে ভাইফোঁটার রীতি চালু হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments