eaibanglai
Homeএই বাংলায়রাজ্য বিদ্যালয় যোগাসন প্রতিযোগিতায় শীর্ষে বাঁকুড়ার ছেলে

রাজ্য বিদ্যালয় যোগাসন প্রতিযোগিতায় শীর্ষে বাঁকুড়ার ছেলে

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:- রাজ্য বিদ্যালয় যোগাসন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলেন বাঁকুড়া জেলার কোতুলপুরের ছেলে সাত্ত্বিক ভট্টাচার্য। অনূর্ধ্ব ১৯ এ রাজ্য স্তরে আর্টিস্টিক যোগাসনে প্রথম স্থান অধিকার করেছেন সাত্ত্বিক। জেলার নাম গোটা রাজ্যের কাছে তুলে ধরতে পেরে যথেষ্ট গর্বিত তিনি।

সাত্ত্বিকের যোগাসন কুশলতা দেখে মুগ্ধ সকলে। শরীরের ফিটনেস একেবারে তুঙ্গে ধরে রাখতে দিনে তিন বেলা করে অনুশীলন করেন কোতুলপুরের যুবক। যখন প্রি প্রাইমারিতে পড়তেন, তখন থেকেই শুরু করেছিলেন যোগাসনের অনুশীলন। তারপর সেই অনুশীলন আর থামেনি।

তবে এটাই সাত্ত্বিকের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি নয়। এর আগে ২০১৯ সালে জাতীয় স্তরে অনূর্ধ্ব ১৭ বছরের গ্রুপে বাঁকুড়ার হয়ে গোল্ড মেডেল এনেছিল সাত্ত্বিক। সেই প্রদর্শনের উপর ভিত্তি করে যোগা অলিম্পিয়াডে রূপোর পদকও পান।

সাত্ত্বিকের সফলতার অভিযানে অন্যতম মূল কান্ডারী হলেন তার প্রশিক্ষক টিনা খাতুন। ক্লাস ওয়ান থেকে সাত্ত্বিক টিনা খাতুনের কাছে যোগাসনের প্রশিক্ষণ নিচ্ছেন। খুব কাছে থেকে সাত্বিককে তৈরি হতে দেখেছেন টিনা খাতুন। সাত্ত্বিকের এই সফলতায় বিশেষভাবে গর্বিত তিনিও।

শিক্ষা ক্ষেত্রে রাজ্য তথা জাতীয় স্তরের নানা প্রতিযোগিতায় জেলার কৃতিদের স্থান অধিকার নতুন কিছু নয়। এবার ক্রীড়া ক্ষেত্রেও বাঁকুড়ার নাম উজ্জ্বল করে জেলাবাসীকে গর্বিত করলেন এই লাল মাটির দেশের ছেলে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments