নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুর মহকুমার কাঁকসার একটি কারখানায় ডাকাতির উদ্দেশ্য বানচাল করে দিল পুলিশ। ডাকাতি করতে যাওয়ার আগেই আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ল ৯ দুষ্কৃতী । পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় নকল নম্বর প্লেট লাগানো দুটি গাড়ি।
পুলিশ সূত্রে জানা গেছে শনিবার মাঝরাতে পানাগড় ইলামবাজার রাজ্য সড়কের ধারে একটি কারখানার সামনে একটি লরি ও একটি মারুতি ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় কাঁকসা থানার টহলরত পুলিশ কর্মীদের। মারুতি গাড়িতে তল্লাশি চালাতেই গাড়ি থেকে উদ্ধরা হয় কার্তুজ সহ ২টি পাইপ গান, গ্যাস সিলিন্ডার, গ্যাস কাটার মেশিন ও লোহা কাটার একাধিক যন্ত্র।
পুলিশের দাবি কাঁকসার ২ নম্বর কলোনির কাছে একটি বন্ধ কারখানায় ডাকাতির উদ্দেশ্যে গাড়ি ট্রাক নিয়ে হাজির হয়েছিল ওই দুষ্কৃতী দলটি। ওই দুষ্কৃতী দলটি সদস্যরা বীরভূম ও আউসগ্রাম এলাকার বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।
রবিবার সকলকে ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। উল্লেখ্য কিছুদিন আগেই কাঁকসার একটি বন্ধ কারখানায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। ওই ডাকাতির ঘটনার সঙ্গে ধৃত দপষ্কৃতীদের কোনো যোগসাজোস রয়েছে কিনা তা থকিয়ে দেখছে কাঁকসা থানার পুলিশ।