নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর ও আসানসোলঃ– আজ সারা দেশের সঙ্গে শিল্পনগরী দুর্গাপুর ও আসানসোল মেতে উঠল পবিত্র ছট পুজোতে। রবিবার বিকেলে ছট পূজার প্রথম দিনেই অস্তগামী সূর্য পূজার জলাভিষেক করতে ছট ব্রতীদের ঢল নামে দামোদর সহ শহরের বিভিন্ন জলাশয়গুলিতে। দুর্গাপুরের দমোদর নদের ঘাটের পাশাপাশি শিল্পাঞ্চলের বিভিন্ন জলাশয়গুলিতেও ভক্তরা ছট পুজোয় অংশ নেন। বিগত কয়েক দশক ধরে বংশপরম্পরায় স্টিল টাউনশিপের এডিশন রোড পার্কের জলাশয়ে ছট পুজো করেন সেপকোর বাসিন্দা রঞ্জিত শর্মা। এবারও এসেছেন পুজোর সামগ্রী নিয়ে।
অন্যদিকে আসানসোলে মাইথন সহ শহরের বিভিন্ন ছট ঘাটে এদিন বিকেলে ভক্তদের ঢল নামে। এদিন মাইথন থার্ড ডাইক জলাধারে এলাকার মানুষজন ছাড়াও ঝাড়খণ্ড থেকেও ছটব্রতীরা এসেছিলেন ছট পুজোয় অংশ নিতে। সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশের কড়া নজরদারিতে চলে ছটের অনুষ্ঠান।
এদিন মাইথন ছটঘাটের পাশাপাশি হিন্দুস্তান কেবেলস ছটঘাট,বনজেমারী ছটঘাট ও চিত্তরঞ্জন ছটঘাট পরিদর্শন করেন বারাবনি বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। তার সঙ্গে ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং,তৃণমূল সংগঠনের ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তেওয়ারী, মবিন খান,রামচন্দ্র সাউ সহ আরো অনেকে।
উল্লেখ্য ছট মূলত হিন্দি ভাষীদের পুজো হলেও বর্তমানে বাঙালিরাও ছট পুজোতে সামিল হন।