eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর ইস্পাতের সুরক্ষা বিক্রিতে ব্যস্ত কেন্দ্র- রাজ্যের দুই লুটেরা আরো বড় ডাকাতির...

দুর্গাপুর ইস্পাতের সুরক্ষা বিক্রিতে ব্যস্ত কেন্দ্র- রাজ্যের দুই লুটেরা আরো বড় ডাকাতির চক্রান্তে কি ?

মনোজ সিংহ, দুর্গাপুর: ব্ল্যাকমেইল করে ইস্পাত কারখানায় তার এক ‘তোলা আদায়কারী’ চামচার পদোন্নতি করাতে রাজ্য সরকারের তকমা ব্যবহার করে এক আধিকারিকের চাপ সৃষ্টির উটকো এক নয়া কৌশলে কি এবার বেজায় অস্বস্তিতে দুর্গাপুর ইস্পাতের পরিচালক মন্ডলী। তাদের কি অনুমান – দুই লুটেরা এবার আরো বড় চক্রান্তের ঘুঁটি সাজাচ্ছেন মজুরের প্রাণের সওদা করতে। বিষয়টি নিয়ে রাজ্যের শ্রমমন্ত্রীর দ্বারস্থ হওয়ার কথা ভাবছে অতিষ্ঠ ইস্পাত কর্তৃপক্ষ বলে জানা গেছে।

৬০ বছরের বেশি সময় ধরে রাজ্যের শিল্প মানচিত্রে দুর্গাপুর ইস্পাত কারখানা এক ধ্রুবতারার মতন জ্বলজ্বল করছে। যদিও এটি কেন্দ্রীয় সরকার অধীনস্থ একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা, কিন্তু, দক্ষিণবঙ্গ তো বটেই, দেশজুড়ে কৃতিত্বের ছাপ রয়েছে দুর্গাপুর ইস্পাত কারখানার। কিন্তু, বিগত কয়েকটি বছর ধরে দুর্গাপুর ইস্পাত কারখানার ভেতরে ঘটে যাওয়া একাধিক দুর্ঘটনায় বারংবার প্রমাণিত হয়েছে দুর্গাপুর ইস্পাত কারখানার নিরাপত্তা বিভাগের কয়েকজন অসাধু কর্মীর গাফিলতি ও রাজ্য সরকারের এক দুর্নীতিগ্রস্ত আধিকারিকের সবকিছু ধামাচাপা দেওয়ার গোপন ‘অশুভ আর্থিক লেনদেনে’র বিষয়টি। আর সেকারণেই দুর্গাপুর ইস্পাতের শপগুলোতে উপর্যুপরি মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বারংবার, বলে ইস্পাত কর্মীরা বহুদিন ধরেই অভিযোগ করে আসছেন।
এযাবৎকাল অবধি দুর্গাপুর ইস্পাত কারখানার ভেতরে শ্রমিক মৃত্যু সহ একাধিক দুর্ঘটনার সরকারিভাবে যে শাস্তির বিধান বা এফ আই আর করার নির্দেশ রয়েছে তা নাকি শুধু কাগজে কলমেই , বলে নিরাপত্তা বিভাগের অন্দরমহলের সূত্রে জানা গেছে। দুর্গাপুর ইস্পাত কারখানার আনাচে-কানাচে কান পাতলেই শোনা যায় যে দুর্গাপুর ইস্পাত কারখানার সেফটি বিভাগের এক কর্মীর সাথে রাজ্য সরকারের ফ্যাক্টরি ইন্সপেক্টর বিভাগের এক দুর্নীতিগ্রস্ত আধিকারিকের গোপন বোঝাপড়ায় নিরাপত্তার নজরদারি তো লাটেই উঠেছে। রাজ্য সরকারের ওই আধিকারিকের সাথে গোপন লেনদেনের মাধ্যমে কয়েক মিলিয়ন টাকা হেরফের হয়েছে বলেও অভিযোগ উঠছে। জানা যায় নিরাপত্তা বিভাগের ওই কর্মীর বিরুদ্ধে ইতিমধ্যেই নাকি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের ভিজলেন্স তদন্তে নেমেছে।
সাম্প্রতিক কালে দুর্গাপুর ইস্পাত কারখানায় যতগুলি বড় দুর্ঘটনা ঘটেছে, তার এখনও পর্যন্ত যথাযত তদন্তের তেমন অগ্রগতি বিশেষ দেখা যায়নি, কারণ দুর্গাপুরের দায়িত্বে থাকা ফ্যাক্টরি ইন্সপেক্টর বিভাগ নাকি রসেবসেই থাকেন ডি এস পি’র নিরাপত্তা বিভাগের ওই আদায়কারীর দৌলতে। তিনিই নাকি ঠিকা সংস্থার দেরাজ থেকে মোটা মাসোহারার ব্যাবস্থা করে রেখেছেন ইন্সপেক্টরের জন্য। একাধিক শিল্পাঞ্চলবাসী সরাসরি অভিযোগ করেন দুর্নীতিগ্রস্ত কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থার আধিকারিক ও দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার অধীনস্থ এক আধিকারিক এখন ‘চোরে চোরে মাসতুতো ভাই’।
দুর্গাপুর ইস্পাত কর্মীদের সূত্র থেকে জানা গেছে দুর্গাপুর ইস্পাত কারখানার সেফটি বিভাগের ওই আধিকারিক নাকি তার নিজের প্রমোশন যাতে ওই বিভাগেরই এক উচ্চ পদে হয়, তার জন্য নিরন্তর চাপ দিচ্ছেন সংস্থার পরিচালন মন্ডলীর একাধিক সদস্যের ওপর। অন্যথায় রাজ্য সরকারের ওই আধিকারিককে দিয়ে তিনি কাউকে কাউকে ভুয়া মামলায় ফাসানোরও হুমকি দিচ্ছেন নিরন্তর, বলে একটি সূত্র মারফত জানা গেছে। রাজ্য সরকার অধীনস্থ ফ্যাক্টরি অফ ইন্সপেক্টর এর কর্মচারীদের সাথে মোটা টাকার মাসিক লেনদেন চলে দুর্গাপুর ইস্পাত কারখানার সেফটি বিভাগের ওই আধিকারিকের সাথে বলে অভিযোগ । প্রতি মাসে, তার কথাতেই নাকি রাজ্য সরকারের এই আধিকারিক নিজের মতন করে চলার অনুমতি দিয়েছেন সেফটি বিভাগের ওই আধিকারিকে ।
দুর্গাপুর ইস্পাত কারখানার ডাইরেক্টর ইনচার্জ কে এ বিষয়ে যোগাযোগ করা হলেও তার মতামত জানা যায়নি। যদিও, দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনার জন্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিক হলেন কারখানার ই ডি, ওয়ার্কস। তার সাথেও যোগাযোগ করার চেষ্টা করা হলেও, তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দুর্গাপুর ইস্পাত কারখানা যখন বিশাল সম্প্রসারণের পথে এগোচ্ছে, কয়েক হাজার কোটি টাকা নতুন করে বিনিয়োগ হবার কথা চলছে, ঠিক তখনই রাজ্য সরকারের ও কেন্দ্রীয় সরকারের অধীনস্ত দুই অসাধু পেয়াদার লুটমার শ্রমিক নিরাপত্তার মত স্পর্শকাতর বিষয়টিকে কার্যতঃ শিকেই তুলে দিয়েছে বলে অভিযোগ। যা নিয়ে বিভিন্ন মহলে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। প্রশ্ন – ডি. এস. পি কর্তৃপক্ষ, বা নিরাপত্তা নিয়ে বড়ো বড়ো কথা বলা সেইল এবং মানবদরদী বলে দাবিকরা এই রাজ্য সরকারের এবিষয়ে নিরবতার নেপথ্যের আসল রহস্যটাই বা কি ? এ নিয়ে কোন মহার্ঘ্য উপঢৌকনে মুখে কুলুপ এঁটেছে সংস্থার ঠিকা শ্রমিক সংগঠন ? নাকি, তারা নেপোই দই মারার মতলবে নীরব ?

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments