নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– আর্থিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের সাংস্কৃতিক মনস্ক করে তুলতে বিশেষ উদ্যোগ নিল দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়। এই পড়ুয়াদের সাংস্কৃতিক প্রশিক্ষণ দেওয়ার জন্য কলেজের মহিলা হোস্টেলের কম্পাউন্ডে বৃহস্পতিবার উদ্বোধন হল দিশা স্কুলের। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ শহরের বেশকিছু স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
দুর্গাপুর সরকারি মহিলা মহাবিদ্যালয়ের এই বিশেষ উদ্যোগ বিষয়ে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহানন্দা কাঞ্জিলাল জানান, এলাকার কয়েকটি বস্তি এলাকায় ঘুরে তিনি বুঝতে পারেন বস্তিবাসী যে সব খুদেরা রয়েছে তারা পড়াশুনার সুযোগ পেলেও তাদের সম্পূর্ণ মানসিক বিকাশের জন্য নাচ, গান, কবিতা আবৃত্তি, অঙ্কন ইত্যাদি সাংস্কৃতিক প্রশিক্ষণেরও প্রয়োজন। সেই কথা মাথায় রেখেই এই অভিনব উদ্যোগ। দিশা স্কুলে সোম থেকে শুক্র প্রতিদিন এই সমস্ত সাংস্কৃতিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে কচিকাঁচাদের পাশাপাশি তারা যাতে পড়াশুনার ক্ষেত্রেও এগিয়ে যেতে পারে এবং বড় হয়ে সঠিকভাবে সামাজিক দায়িত্ব পালন করতে পারে তাই পরাশুনার বিষয়েও এই পড়ুয়াদের সাহায্য় করা হবে বলে জানান মহানন্দাদেবী।