eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে এসে মুখ্যমন্ত্রীকে 'সবচেয়ে বড় চোর' বলে বেনজির আক্রমণ বিজেপি বিধায়কের

দুর্গাপুরে এসে মুখ্যমন্ত্রীকে ‘সবচেয়ে বড় চোর’ বলে বেনজির আক্রমণ বিজেপি বিধায়কের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- “সবচেয়ে বড় চোর মমতা বন্দ্যোপাধ্যায়” দুর্গাপুরে বিজেপি নেতার জগ্ধাত্রী পুজোয় এসে এভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীনভাবে আক্রমণ করলেন খড়্গপুরের বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চক্রবর্তী।

প্রসঙ্গত শুক্রবার দুর্গাপুরের বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত জগদ্ধাত্রী পুজোয় শহরে এসেছিলেন অভিনেতা তথা খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চক্রবর্তী ও আসানসোলের প্রাক্তন মেয়র তথা পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্যকে করে তোপ দাগেন হিরণ। তিনি বলেন,”মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকার করে নিয়েছেন যে তার বিধায়কেরা কেউ চোর না, সব চুরি তারজন্য করে। সবচেয়ে বড় চোর মমতা বন্দ্যোপাধ্যায়।” এদিন নাম না করে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও কটাক্ষ করতে ছাড়েননি খড়গপুরের বিধায়ক। তিনি বলেন, “টাকার জন্য অনলাইন জুয়ার বিজ্ঞাপন দেন অভিনেতা, যা ভাবা যায় না। ওনাকে পশ্চিমবঙ্গের মানুষ শ্রদ্ধা করে, আমিও করি কিন্তু তবুও টাকার লোভ যায় না।” পাশাপাশি তিনি কেন অভিনয় করেন না সেই প্রশ্নের উত্তরে নেতা অভিনেতা বলেন, “কার সঙ্গে ছবি করব, ইন্ডাস্ট্রির সব প্রডিউসারই তো চোর। তাই অভিনয় করি না। আমাদের সরাকর এলে ভালো ভালো প্রডিউসারদের আনা হবে। উত্তম কুমারের সময়ে যে সব প্রডিউসাররা কাজ করতেন তাদের মতো। তখন আবার অভিনয় করবো। “

অন্যদিকে বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি এদিন সাংবাদিকদের কাছে দাবি ২০২৪-এর লোকসভা নির্বাচনের পর এই রাজ্য সরকার আর থাকবে না , পড়ে যাবে। শাসক দলের অনেক নেতা মন্ত্রী জেলে রয়েছেন। বাকি যারা বাইরে আছেন তারা আর এই সরকারের সঙ্গে থাকবেন না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments