eaibanglai
Homeএই বাংলায়খুঁটিপুজোর মাধ্যমে সূচনা হলো দুর্গাপুর উৎসবের

খুঁটিপুজোর মাধ্যমে সূচনা হলো দুর্গাপুর উৎসবের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– এই প্রথমবার শিল্পশহর দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে ‘দুর্গাপুর উৎসব’। শহরের রাজীব গান্ধী স্বারক ময়দান যা মেলা ময়দান নামে অধিক পরিচিত সেখানেই বসবে এই উৎসবের আসর। রবিবার সেখানে খুঁটিপুজোর মাধ্যমে সূচনা হয়ে গেল দুর্গাপুর উৎসবের। আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে উৎসব। এই উৎসবের মাধ্যমে মূলত দুর্গাপুরের ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরা হবে। চলবে রাজ্যের খ্যাতনামা শিল্পীদের সঙ্গীতা অনুষ্ঠান।

এদিন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, আইন ও বিচার বিভাগীয় মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে খুঁটি পুজো হয়। উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল সহ বিশিষ্ট জনেরা। মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার এদিন জানান প্রান্তিকস্তরের শিল্পীদেরও ‘দুর্গাপুর উৎসব’এর মঞ্চে সুযোগ দেওয়া হবে। এই উৎসবের লক্ষ্য একটাই দুর্গাপুরের সমস্ত মানুষকে একত্রিত করা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments