সংবাদদাতা,আসানসোলঃ- রাজ্য ও কেন্দ্র সরকারের দুর্নীতি এবং অপপ্রচার সাধারণ মানুষের কাছে তুলে ধরতে সিপিআই( এম) এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর ডাকে চলতি মাসের শুরুর দিকে আলিপুরদুয়ারের বানারহাট থেকে শুরু হয়েছে ইনসাফ যাত্রা। বাম যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে এই পদযাত্রাব প্রায় দু মাস ধরে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ঘুরে আগামী ৭ জানুয়ারি কলকাতার ব্রিগেড সমাবেশে পৌঁছে শেষ হবে। বুধবার ২৭ তম দিনে ইনসাফ যাত্রা পৌঁছয় আসানসোলে।
বাম নেত্রী মীনাক্ষী এদিন এই ইনসাফ যাত্রা প্রসঙ্গে বলেন, “মানুষের নিজেদের অধিকার বুঝে নিতেই এই ইনসাফ যাত্রা। কাজ না পেয়ে মারা যাচ্ছে বেকার যুবক যুবতীরা। তাদের কাজ তাদের শিক্ষার অধিকার বুঝে নিতেই এই যাত্রা। ইনসাফ যাত্রা শেষ হবে না। সাময়িক ভাবে এর পথ চলাটা থেমে গেলেও মানুষ তার অধিকার বুঝে নেবে। শিল্পাঞ্চল জুড়ে আসানসোল কুলটিতে মানুষ খুন হচ্ছে। অপরাধীরা ধরা পড়ছেনা। কয়লা বালি মাটি মাফিয়ারা এখানে সক্রিয় রয়েছে। এই সব অন্যায়ের বিরুদ্ধেই এই ইনসাফ যাত্রা।”