নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বলা হয় মা চণ্ডীর শরণাগত হলে নির্ধন ব্যক্তি ধন প্রাপ্ত হন, অন্ধ ব্যক্তি চোখের জ্যোতি ফিরে পান, মেয়েরা সন্তান লাভ করেন। তাই সংসার জীবনে মা মঙ্গলময়ীর আরাধনা একান্ত প্রয়োজন। তবে মূলত জৈষ্ঠমাসের প্রতি মঙ্গলবার মা মঙ্গল চণ্ডীর পূজা অর্চনা ব্রত পালনের রীতি থাকলেও অগ্রহায়ন মাসে মা মঙ্গলচণ্ডীর পুজোর আয়োজনে রীতিমতো উৎসবের পরিবেশ তৈরি হয়েছে দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এম এ এম সি টাউনশিপে। এলাকার ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় প্রতিবছর এই সময়ে ধুম ধাম করে মায়ের পুজোর আয়োজন করা হয়। উদ্যোক্তাদের মতে দুর্গাপুর বাসীর মঙ্গল কামনায় ২০০৯ সাল থেকে প্রতি বছর মায়ের আরাধনা করে আসছেন তারা। এবারও তার ব্য়তিত্রম হয়নি। পুজো উলক্ষ্যে ক্লাবের পক্ষ থেকে ভোগ বিতরণের ব্যবস্থা করা হয় এবং প্রায় দুই থেকে তিন হাজার মানুষ ভোগ গ্রহন করেন বলে দাবি উদ্যোক্তাদের। এবার আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার এই ভোগ বিতরণের ব্যবস্থা করা হয়েছে বলে ক্লাবের তরফে জানানো হয়েছে।
দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজোর পর আসে মা মণ্ডল চণ্ডীর আধারনার পালা। অন্যদিকে স্থানীয়রা জানান দুর্গোৎসব, কালীপুজো বাঙালির সবচেয়ে বড় পুজো হলেও তারা কিন্তু বছরভর অপেক্ষা করে থাকেন মা মঙ্গল চণ্ডীর আগমনের আশায়।