নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- “বিবিধের মাঝে দেখো মিলন মহান…..” এই আদর্শকে সামনে রেখে বুধবার দুর্গাপুর স্টিল টাউনশিপের বিধান ভবনে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের পক্ষ থেকে “মিলন উৎসব” পালিত হলো। জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের বিভেদ বৈষম্য ভুলে সকলের মধ্যে সৌভ্রাতৃত্বের বোধকে জাগ্রত করে প্রেমের বন্ধনে একতাবদ্ধ করতেই এই “মিলন উৎসব” বলে জানান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী। মূলত তার উদ্যোগেই আয়োজিত হয়েছিল এদিনের মিলন উৎসব।
গত পঞ্চায়েত নির্বাচনে যেসব সাহসী ও সংগ্রামী কংগ্রেস কর্মী শাসকদলের তান্ডবকে উপেক্ষা করে প্রার্থী হয়েছিলেন তাদের সম্বর্ধনা জ্ঞাপন করে এই ” মিলন উৎসব -২০২৩” উদযাপন করা হয়। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে জাতীয় কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত হয়ে বেশ কয়েকজন দলে যোগ দেন। তাদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী। এছাড়াও এদিনের মিলন উৎসবে অনুষ্ঠিত হয় এক বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে জেলার প্রতিভাবান শিল্পীর কবিতা আবৃত্তি, গান ও নৃত্য ইত্যাদি পরিবেশন করেন।