নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের মোহনবাগান সমর্থকদের জন্য় সুখবর। এবার শিল্পাঞ্চলে ঐতিহ্যবাহী মোহনবাগান ক্লাবের নামে নামকরণ হতে চলেছে একটি রাস্তার। দুর্গাপুর নগর নিগমের সহায়তায় ও মোহনবাগান ফ্যানস্ ক্লাব দুর্গাপুরের উদ্যোগে দুর্গাপুর মহাবিদ্যালয় থেকে আই কিউ সিটি হাসপাতাল পর্যন্ত রাস্তার নামকরণ ‘মোহনবাগান এভিনিউ’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই উপলক্ষ্যে আগামী ৩ ডিসেম্বর বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে ওই রাস্তার নতুন নামকরণ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সচিব দেবাশীষ দত্ত, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, এডিডিএ’র চেয়ারম্যান তাপস ব্যানার্জি, দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় এবং কিংবদন্তি ফুটবলার ‘ব্যারেটো’। এছাড়াও উপস্থিত থাকবেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্র সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
প্রসঙ্গত,আইএসএল-এ ভারত সেরা হয়েছে এটিকে মোহনবাগান। গোয়ায় বাগানের আইএসএল জয়ের পর থেকেই উচ্ছ্বাসে ভাসছে সবুজ মেরুন সমর্থকেরা। তার উপর ক্লাবের নামে শিল্পাঞ্চলের রাস্তার নামকরণ উপরি পাওনা বলেই মনে করছেন মোহনবাগান সমর্থকরা।