শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:– বাঁকুড়ার বাসিন্দা বিপ্লব দাস পরিচালিত বাঁকুড়ায় তৈরি, বাঁকুড়াবাসীদের দ্বারা অভিনীত একটি “জিরো বাজেট” ফিচার চলচ্চিত্র ‘কলমকাঠি’ জায়গা করে নিয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। শুনে অবাক লাগলেও এটাই সত্যি। এমনকি ১ ঘন্টা ২০ মিনিটের এই চলচ্চিত্রটি ইতিমধ্যেই প্রশংসিতও হয়েছে। এর আগে সুইডেন এবং তুর্কি থেকে স্বীকৃতিও পেয়েছে ‘কলমকাঠি’।
আসলে ‘কলমকাঠি’ হলো বর্তমান সময়ে প্রায় হারিয়ে যেতে বসা বাংলার এক দেশী ধানের প্রজাতি। সামন্ত তান্ত্রিক পুঁজিবাদ, ক্লাইমেট ক্রাইসিস, জৈব অর্থাৎ প্রকৃতি মুখী খাদ্যাভ্যাস, এই সব দিক গুলি প্রাধান্য পেয়েছে চলচ্চিত্রটিতে।
চলচ্চিত্রটিতে যারা অভিনয় করেছেন তাঁদের মধ্যে বেশিরভাগই বাঁকুড়া জেলার গ্রামের সাধারণ মানুষ, অভিনয় পেশার সঙ্গে যুক্ত নন। এছাড়াও লেখক থেকে পরিচালক এবং এডিটর পর্যন্ত সকলেই বাঁকুড়ার বাসিন্দা। বাঁকুড়া জেলার বিভিন্ন জানা- অজানা জায়গাতেই করা হয়েছে শুটিং। খাতরা মহকুমার সোনামণি পাহাড় এবং বাঁকুড়া শহর সংলগ্ন রাজোগ্রাম জায়গা পেয়েছে চলচ্চিত্রটিতে।
লেখক এবং পরিচালক বিপ্লব দাস জানান, কলমকাঠি তৈরি করতে গিয়ে বাঁকুড়া জেলায় কোনরকম বাধার সম্মুখীন হতে হয়নি তাঁকে। তবে পুঁজি ও সম্বল কম থাকায় পাঁচটা হ্যারিকেন এবং চারটে লন্ঠনকে সম্বল করেই একটি রূপকথাকে বাস্তবতায় পরিণত করতে হয়েছে। স্বাভাবিক জীবনের হুবহু ছবি তুলে ধরতে ব্যবহার করা হয়নি বিন্দুমাত্র মেকআপ । আর জানলে অবাক হবেন অভিনেতা এবং অভিনেত্রীদের শুটিংয়ের কস্টিউম নিজের বাড়ি থেকে নিয়ে যেতে হয়েছে।
প্রায় পুঁজি হীন শিল্পী সহ প্রয়োজনীয় নানা সামগ্রীর অভাব স্বত্ত্বেও গুণিজনের প্রশংসা কুড়াচ্ছে বাঁকুড়ার এই চলচ্চিত্র। চলচ্চিত্রটি দখতে হলে আগামী ৭ তারিখ বিজলী সিনেমা হলে পৌঁছে যেতে হবে। বিকেল ৩ টা ৩০ মিনিটে দেখানো হবে চর্চিত এই চলচ্চিত্রটি।