সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– নতুন প্রজন্মকে ভোটার তালিকায় নাম তোলায় উৎসাহিত করতে অভিনব ভাবনা রাজ্য নির্বাচন কমিশন তথা পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের। গ্রামের খেলার মাঠ থেকে শহরের শপিংমলকে সচেতনতার জায়গা হিসেবে বেছে নেওয়া হয়েছে।
আগামী লোকসভা নির্বাচন অর্থাৎ ২০২৪ এর লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার জন্য এবার নির্বাচন কমিশন ৯ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলার জন্য সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছে। আর এই সময়ের মধ্যে যাতে নতুন প্রজন্ম যারা ১৮-র গণ্ডি পার করছেন তাদের দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে সচেতন করতে অভিনব পরিকল্পনা গ্রহন করেছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। প্রসঙ্গত, স্কুল, কলেজের পড়ুয়া থেকে ১৮ র যুবক/যুবতীরা সাধারণত শহরে শপিংমলগুলিতে ভিড় করেন। আর সেই সঙ্গে তারা সেলফি বা নিজস্বী তোলার জন্য নানান জায়গা খুঁজে বেড়ায়। এই বিষয়টাকে মাথায় রেখে আসানসোলের বার্নপুর রোডে চিত্রা মোড় সংলগ্ন অন্যতম বড় শপিংমলের সামনে সেলফি পয়েন্ট তৈরি করেছে আসানসোল মহকুমা প্রশাসন। এখানে দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত আধিকারিকরা ভোটার তালিকায় নাম তোলার আবেদন পত্র নিয়ে বসছেন। তেমনি সেই জায়গাতেই একটি “সেলফি পয়েন্ট” তৈরি করা হয়েছে। রাখা হয়েছে চেয়ার। সেলফি পয়েন্টটিকে ভোটার তালিকায় নাম তোলার বিস্তারিত নিয়ম লেখা ফ্ল্যাক্স দিয়ে সাজানো হয়েছে।
এই প্রসঙ্গে আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, “এই প্রজন্মের যুবক-যুবতীদের কথা ভেবে এই সেলফি পয়েন্ট তৈরি হয়েছে। যার সাথে ভোটার তালিকায় নাম তোলা বিষয়টি যুক্ত করা হয়েছে।” তিনি আরো বলেন, “একই সঙ্গে যদি কেউ মনে করেন ভোটার তালিকায় তার নাম ভুল আছে, সংশোধনের প্রয়োজন তাহলে সে ক্ষেত্রেও এখানে আবেদন পত্র নিয়ে জমা দেওয়া যাবে। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে সেলফি বিষয়টা যথেষ্ট সাড়া জাগিয়েছে বলে আমরা লক্ষ্য করে দেখেছি। আমরা শীঘ্রই আসানসোল রেলস্টেশনেও এই ধরনের একটি সেলফি পয়েন্ট তৈরি করার পরিকল্পনা নিয়েছি ।”
অন্যদিকে নতুন প্রজন্মের কথা মাথায় রেখে “চলো খেলি নাম তুলি”এই স্লোগানকে সামনে রেখে জেলার ব্লকে ব্লকে ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে। কোথাও বিডিও একাদশের সঙ্গে সেই এলাকার কোনও ক্লাবের বা অন্য কোন সংস্থার খেলার ব্যবস্থা করা হচ্ছে। এই খেলার মাঠেও একইভাবে ভোটার তালিকায় নতুন ভোটারদের নাম তোলার জন্য বা সংশোধনের জন্যও সমস্ত নাগরিকদের সচেতন করা হচ্ছে। রানিগঞ্জে ইতিমধ্যেই ব্লক পর্যায়ে এইরকম একটি খেলার আয়োজন করা হয় ও তাতে ব্যাপক সাড়াও মেলে। জেলার সব ব্লক গুলিতেই এই ধরনের খেলার ব্যবস্থা করা হবে বলে জানান আসানসোলের মহকুমাশাসক। তিনি জানান প্রশাসনের মূল লক্ষ্য হল ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে একজন নাগরকিও যেন বাদ না পড়েন। কারণ দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে একজন মানুষের ভোটার হিসাবে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ অত্যন্ত জরুরি। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত নতুন ভোটারদের সচেতন করার জন্য এই ধরণের অভিনব নানা কর্মসূচি চলবে বলেও জানান তিনি।