সংবাদদাতা,আসানসোলঃ- দিনে দুপুরে গৃহস্থ বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল আসানসোলের বারাবনি থানার দোমহানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাশিডাঙ্গা দুর্গা মন্দির সংলগ্ন এলাকায়। জানা গেছে বাড়িতে কেউ না থাকার সুযোগে দিনের আলোতেই দুষ্কৃতীরা রীতিমতো লুঠপাট করে পালায়।
ঘটনা সূত্রে জানা যায় রবিবার সকালে দোমহানি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কৃষ্ণা মুর্মু সপরিবারে রক্ত পরীক্ষা করাতে আসানসোলে গিয়েছিলেন। বাড়ি তালা বন্ধ অবস্থায় ছিলো। দুপুর দুটো নাগাদ বাড়ি ফিরে দেখেন বাড়ির সদর দরজায় তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। বাড়ির ভেতরে ঢুকে দেখতে পান জিনিসপত্র সব এলোমেলো হয়ে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারেন যে, বাড়িতে চুরি হয়েছে। তিনি জানান কাঁসা পিতলের বাসনপত্র ও কয়েকটি মোবাইল খোয়া গেছে।
অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারাবনি থানার পুলিশ এবং সব কিছু খতিয়ে দেখে তদন্ত শুরু করে। পুলিশের প্রাথমিক অনুমান চোরের দল দেওয়াল টপকে বাড়িতে ঢুকে চুরির ঘটনা ঘটিয়েছে।
এদিকে দিনে দুপুরে দুঃসাহসিক এই চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্থানীয়রা। এলাকার নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। পাশাপাশি প্রশ্ন উঠেছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও।