eaibanglai
Homeএই বাংলায়আসানসোলের পুর ইঞ্জিনিয়ারকে হুমকির ঘটনায় গ্রেফতার ২, অধরা অভিযুক্ত প্রমোটার

আসানসোলের পুর ইঞ্জিনিয়ারকে হুমকির ঘটনায় গ্রেফতার ২, অধরা অভিযুক্ত প্রমোটার

সন্তোষ মণ্ডল, আসানসোলঃ- আসানসোল পুরনিগমের ইঞ্জিনিয়ারকে হুমকি দেওয়ার ঘটনায় মঙ্গলবার রাতে দুজনকে গ্রেফতার করলো আসানসোলের হিরাপুর থানার পুলিশ। অভিযোগকারী ইঞ্জিনিয়ারের করা অভিযোগের ভিত্তিতে ঘটনা ঘটার ২৪ ঘন্টার মধ্যেই অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল আসানসোল উত্তর থানার রেলপারের ধাদকার বাসিন্দা নীতিন প্রসাদ ও বিকাশ বর্মন। ধৃত দুজন মূল অভিযুক্ত প্রোমোটারের কর্মী বলে জানা গেছে। বুধবার ধৃতদেরকে আসানসোল আদালতে পেশ করা হলে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। যদিও মূল অভিযুক্ত প্রমোটার আশীষ প্যাটেলের এখনও অধরা। তিনি আসানসোল দক্ষিণ থানার আড়াডাঙ্গার বাসিন্দা বলে জানা গেছে।

প্রসঙ্গতঃ, আসানসোলের জিটি রোডের উষাগ্রাম এলাকায় প্রমোটার আশীষ প্যাটেলের একটি বেআইনি নির্মাণ আটকে দিয়ে, জরিমানা করায় প্রোমোটারের হুমকির মুখে পড়তে হয় আসানসোল পুরনিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অভিজিৎ অধিকারীকে। অভিযোগ গত সোমবার রাতে ওই প্রোমোটার দলবল নিয়ে আসানসোলের ইসমাইলের বিআরএমবি রোডের গুরুনানক পল্লীতে অভিজিৎ অধিকারীর বাড়ি গিয়ে হুমকি দেন। সোমবার রাতেই বিষয়টি জানিয়ে হিরাপুর থানার লিখিত অভিযোগ জানান অভিজিৎবাবু। পাশাপাশি ঘটনার কথা মেয়র বিধান উপাধ্যায়কেও জানান তিনি। বিষয়টি জানার পরই ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। একই সুর শোনা যায় তৃণমুল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসুর গলাতেও।

অন্যদিকে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করে অভিযুক্ত প্রোমোটার ও তার সাঙ্গপাঙ্গদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments