সঙ্গীতা চৌধুরী, হুগলিঃ– চাষীরা সবে জমিতে আলু বসিয়েছিলো, সদ্য কাটা বীজ বসিয়েছিলো মাটির তলায়, কিন্তু ভগবান বিরূপ। তাই তাদের সকল পরিশ্রম বিফলে গেল। ঘূর্ণিঝড় মিগজাউমের কারণে সৃষ্ট নিম্নচাপের দরুণ দুদিন ধরে চলা অসময়ের বৃষ্টিতে যে পরিমাণ টানা বৃষ্টি হলো, তাতে অপূরণীয় ক্ষতির মুখে তারকেশ্বরের আলু চাষ। সাম্প্রতিক কালের এই বৃষ্টি মনে করিয়ে দিচ্ছে ২০২১ সালের কথা। সেই সময়ও বৃষ্টির জন্য বিরাট ক্ষতি হয়েছিল চাষে। মাথায় হাত পড়েছিল চাষীদের! দু’বছর পর সেই ইতিহাসের যেন পুনরাবৃত্তি হল। এখন এই দুদিনের বৃষ্টির ফলে বিরাট একটা অংশের আলু জমি জলের নীচে চলে গিয়েছে,যে কারণে চাষীদের আশঙ্কা বীজ ও গাছ মরে যাবে, আর এতেই বিরাট অংশের আর্থিক ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে। একই সাথে বিরাট অংকের টাকা দিয়ে আলু চাষ করার পর আলু চাষ ক্ষতিগ্রস্ত হওয়ায় চাষীদের যেমন চিন্তা শুরু হয়েছে তেমনি আলু চাষ ক্ষতিগ্রস্ত হওয়ায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সার ও বীজের কালোবাজারি। প্রসঙ্গত বলে রাখা ভালো, দেড় হাজার টাকার আলু বীজ এখন ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে।