নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বুধবার সকালে কাঁকসার বাসুদেবপুরে রাস্তার ধারে সবজি ক্ষেতে উল্টে গেলো যাত্রী বোঝাই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
প্রসঙ্গত তৃণমূলের শহীদ দিবস উপলক্ষ্যে কাঁকসার শহীদ সভায় যোগ দিতে পানাগড় থেকে ওই বাসে করে যাচ্ছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। ওই বাসে ৫০ জনেরও বেশী তৃণমূল কর্মী সমর্থক ছিলো বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান বাসটি শিবপুরের দিক থেকে বাসুদেবপুরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে সবজি ক্ষেতে উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কাঁকসা থানার পুলিশ। স্থানীয়ওরা ও পুলিশ বাসে আটকে পড়া যাত্রাীদের বাস থেকে উদ্ধার করেন । ঘটনায় কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।







		









                                    