শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়াঃ- জিনের নাম করে আর্থিক প্রতারণার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল বাঁকুড়ার সাইবার ক্রাইম থানার পুলিশ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে তিন জনকে গ্রেফতার করে বুধবার তাদের আদালতে পেশ করা হয়।
ঘটনা প্রসঙ্গে জানা যায় গত ১৭ নভেম্বর ওন্দা থানা এলাকার এক বাসিন্দা পেশায় রাজমিস্ত্রী বাঁকুড়ার সাইবার ক্রাইম থানায় অভিযোগে জানান, যে কিছু অপরিচিত ব্যক্তি জিনের নাম করে ফোনে তার সঙ্গে যোগাযোগ করে এবং তাকে গুপ্তধন দেওয়ার প্রলোভন দেয়। সেই প্রলোভনের শিকার হয়ে তিনি কয়েকটি স্থানীয় CSP থেকে প্রায় ২ লাখ,৭৬ হাজার ৫০০ টাকা পাঠান। পরে তিনি বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন এবং অভিযোগ দায়ের করেন।
অন্যদিকে অভিযোগ পেয়ে তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে বাঁকুড়ার সাইবার ক্রাইম থানার পুলিশ এবং গোপান সূত্রে খবর পেয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশের একটি টিম। অবশেষে গতকাল সেখান থেকে তিন অভিযুক্তকে গ্রেফতার করে বাঁকুড়ায় নিয়ে আসা হয়।