eaibanglai
Homeএই বাংলায়আসানসোল পুনিগমের স্বাস্থ্যকেন্দ্রে আড্ডার ওয়াটার ট্যাঙ্ক

আসানসোল পুনিগমের স্বাস্থ্যকেন্দ্রে আড্ডার ওয়াটার ট্যাঙ্ক

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– আসানসোল দক্ষিণ বিধানসভার পুরনিগমের ৫৬ নম্বর ওয়ার্ডে বার্ণপুরের রাধানগর রোডে ছিন্নমস্তা মন্দিরের কাছে পুরনিগমের স্বাস্থ্য কেন্দ্রে একটি আরসিসি ওয়াটার বা জল ট্যাঙ্ক তৈরির পরিকল্পনা নিয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডা। শনিবার এক অনুষ্ঠানে ফলক উন্মোচনের মাধ্যমে সেই ওয়াটার ট্যাঙ্ক নির্মাণের শুভ সূচনা করেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রানিগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়।

তাপসবাবু এদিন জানান, ওই ওয়ার্ডের কাউন্সিলর আড্ডার কাছে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে একটা ওয়াটার ট্যাঙ্ক তৈরি করার জন্য আবেদন করেছিলেন। যেখানে প্রতিদিন প্রচুর সংখ্যক মানুষ চিকিৎসা করাতে এলেও পানীয়জলের সেভাবে কোনো সুব্যবস্থা নেই। আড্ডা গোটা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে ওয়াটার ট্যাঙ্ক তৈরির সিদ্ধান্ত নেয়। যার জন্য প্রায় তিন লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের ৭ নম্বর বরো চেয়ারম্যান শিবানন্দ বাউরী, স্থানীয় কাউন্সিলার শ্রাবণী বিশ্বাস ও আসানসোল পুরনিগমের ৯৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাহকাশা রিয়াজ খুশী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments