eaibanglai
Homeএই বাংলায়তৎকাল টিকিটের কালোবাজারির অভিযোগে ধৃত রেল কর্মী

তৎকাল টিকিটের কালোবাজারির অভিযোগে ধৃত রেল কর্মী

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কুমারডুবি রেল স্টেশনে অভিযান চালিয়ে এক রেল কর্মীকে পাকড়াও করল আরপিএফের ক্রাইম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিআইবির আধিকারিকরা। আরপিএফ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া ওই রেল কর্মীর নাম মুস্তাক আনসারি। তিনি বরাকর স্টেশনে সান্টম্যান পদে কর্মরত ছিলেন।

আরপিএফ সূত্র থেকে জানা গেছে, আসানসোল ডিভিশনের কুমারডুবি রেল স্টেশনে টিকিটের কালোবাজারি নিয়ে সিআইবি বা গোয়েন্দা দপ্তরের আধিকারিকদের কাছে নিয়মিত অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতেই শনিবার বরাকরেরর আরপিএফ ইন্সপেক্টর পীযূষ কুমার সাহার নেতৃত্বে সিআইবির একটি দল হানা দেয় কুমারডুবি রেল স্টেশনের রিজার্ভেশন কাউন্টারে। সেখান থেকে মুস্তাক আনসারিকে টিকিটের কালোবাজারির অভিযোগে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃতের পকেট থেকে ৭৭৬০ টাকা মূল্যের আটজনের তৎকাল টিকিট পাওয়া গেছে। ধৃতকে রবিবার আদালতে পেশ করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments