eaibanglai
Homeএই বাংলায়গ্র্যাপলিং কুস্তিতে জয়জয়কার বর্ধমানের ছেলেদের

গ্র্যাপলিং কুস্তিতে জয়জয়কার বর্ধমানের ছেলেদের

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,বর্ধমানঃ- এতদিন পড়াশোনা বা সাংস্কৃতিক জগতের বাইরে খেলার জগতে কেবলমাত্র ফুটবল ও ক্রিকেটের জগতে বর্ধমানের ছেলেমেয়েদের আগ্রহ থাকলেও ক্যারাটে, বক্সিং, ওয়েট লিফ্টিং, কুস্তি সহ বিভিন্ন মার্শাল আর্টের জগতে তাদের সেভাবে পরিচিতি ছিলনা। মাঝে মাঝে দু’একজনের নাম সামনে এলেও সার্বিক উৎসাহের কথা শোনা যেতনা।

ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। জেলা ও রাজ্যের সীমা অতিক্রম করে দেশের বাইরেও একদল ক্রীড়াবিদ ক্রীড়াজগতের অন্যান্য ক্ষেত্রে জেলা তথা রাজ্য ও দেশের মুখ উজ্জ্বল করে চলেছে।

সম্প্রতি রাজ্য গ্র্যাপলিং স্পোর্টস এ্যাসোশিয়েনের উদ্যোগে আলিপুরদুয়ারের কালচিনিতে ‘ভানু-রবি বিরসা ভবন কমিউনিটি হল’-এ দু’দিন ব্যাপী (১৬-১৭ ডিসেম্বর) তৃতীয় রাজ্য গ্র্যাপলিং কুস্তি চ্যাম্পিয়নশিপ-২০২৩ অনুষ্ঠিত হয়। পূর্ব বর্ধমান থেকে ওজন ভিত্তিক বিভিন্ন বিভাগে ‘লায়নস বাইট কমব্যাট ক্লাব’-এর আটজন সদস্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রত্যেকেই নিজ নিজ বিভাগে প্রথম স্থান অধিকার করে জেলার মুখ উজ্জ্বল করে।

সফল প্রতিযোগীরা হলেন অয়ন ঠাকুর (৭১ কেজি বিভাগ, সিনিয়র), সন্দীপ মুখার্জ্জী (৭৭ কেজি বিভাগ, সিনিয়র ), রোহিত সাউ (১০০ কেজি বিভাগ, সিনিয়র), কিষন কুমার সিংহ (৮৪কেজি বিভাগ, সিনিয়র), অভিষেক গুপ্তা (৯২ কেজি বিভাগ,সিনিয়র), মুকেশ ঝা (৬৬ কেজি বিভাগ, জুনিয়র), করণ সিংহ (৭৫ কেজি বিভাগ, ক্যাডেট), রাকেশ ঝা (৪৮ কেজি বিভাগ, অনুর্দ্ধ-১৫)।

বর্ধমানের গ্র্যাপলিং কমিটির সম্পাদক তথা কোচ কাম খেলোয়ার অয়ন ঠাকুর বললেন – ব্যক্তিগত ভাবে জেলা, রাজ্য বা দেশের মুখ উজ্জ্বল করলেও ক্রিকেট ও ফুটবলের বাইরে সরকারি পর্যায়ে খেলাধুলার অন্যান্য জগত চরম অবহেলিত থেকে গেছে। অথচ বর্তমান প্রজন্মের বহু ছেলেমেয়ের মার্শাল আর্টের প্রতি আলাদা আকর্ষণ আছে। সরকার যদি একটু নজর দেয় তাহলে এইসব ক্ষেত্রে ছেলেমেয়েরা দেশের মুখ উজ্জ্বল করবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments