নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বিশ্ব উষ্ণায়ন, মাদকের বিরুদ্ধে জনমত তৈরি ও রক্তদানে দুই বাংলার মানুষকে সচেতন করতে বাংলাদেশের রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার কুক্যাছড়ি গ্রামের বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক সাইকেল বন্ধু বীরকুমার তনচংগ্যা পরিবেশবান্ধব সাইকেল নিয়েই ভারতের বিভিন্ন প্রান্ত ঘুরছেন। গত ১৬ই ডিসেম্বর তিনি পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে এসেছেন। এরপর কলকাতা বর্ধমান হয়ে শুক্রবার দুপুরে দুর্গাপুর পৌঁছন। দুর্গাপুরে তাঁকে স্বাগত জানান রক্তদান আন্দোলনের নেতৃত্ব কবি ঘোষ ও দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সদস্যরা এবং দুর্গাপুরের বিধাননগরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলে- “দুই বাংলার ও দুই দেশের আপামর মানুষের রক্তের বন্ধন আরও দৃঢ় হোক” এই প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তন রোধের সচেতনতা ও রক্তদান আন্দোলন প্রচারে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আবেদন জানান।
প্রসঙ্গত উল্লেখ, ২০১২ সালে দুর্গাপুর থেকে ঢাকা সাইকেল যাত্রার আয়োজন করেছিল দুর্গাপুর মহাকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। সেই সময়ের সাইকেল যাত্রার অন্যতম আরোহী রানীগঞ্জ নিবাসীর আহবানে বীরকুমার তনচংগ্যার ভারতে আসা।