সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– বোরো অফিসে মহিলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক করা নিয়ে আসানসোলে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রসঙ্গত গত শুক্রবার আসানসোল পুরনিগমের অন্তর্গত ৩০ নম্বর ওয়ার্ডের বোরো অফিসে মহিলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক আয়োজন করা হয়েছিল। যেখানে বোরো চেয়ারম্যান উৎপল সিনহা নিজে উপস্থিত ছিলেন।
ওই ঘটনার প্রেক্ষিতে শনিবার তৃণমূলের সমালোচনায় সরব হন আসানসোলের কংগ্রেস ও বিজেপি নেতৃত্ব। কংগ্রেস নেতা গুলাম সরোবর এই বিষয়ে কটাক্ষ করে বলেন নিয়ম অনুসারে সরকারি দফতরে দলীয় কর্মসূচি রাখা যায়না। তবে তৃণমূলের জমানায় সবই সম্ভব। পাশাপাশি বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জির গলাতেও শোনা যায় একই সুর।
অন্যদিকে কংগ্রেস ও বিজেপির সমালোচনার জবাব দিতে গিয়ে পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি বলেন,”বোরো অফিসে পার্টি মিটিং হওয়া উচিৎ না। যখন এই বিষয়ে অভিযোগ এসেছে, তখন মেয়রকে বিষয়টির তদন্ত করার কথা জানানো হবে। বিজেপি কংগ্রেস যখন সমালোচনায় সরব হয়েছে তখন তাদের কাছে আবেদন, তারা যেন লিখিত আকারে অভিযোগ করেন।”