সন্তোষ মণ্ডল,আসানসোলঃ- এবার আসানসোলের দামোদর নদীর উপর দামোদর ব্রিজ নিয়ে শুরু হল রাজনৈতিক বিতর্ক। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এক্স হ্যান্ডেলে সেতু সারাইয়ের জন্য আবেদন জানিয়েছেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল। অন্যদিকে রেলসেতুর বেহাল অবস্থার জন্য দায়ী করেছেন রাজ্যের শাসক দলের দুর্নীতি ও সিণ্ডিকেটরাজকে।
প্রসঙ্গত দুই স্টেশনের সংযোগ গড়তে ব্রিটিশ আমলে দামোদর নদী বক্ষে একাধিক পিলারের ওপরে আপ অ্যান্ড ডাউন দুটি রেলসেতু তৈরি হয়েছিল। বর্তমানে সেই রেলসেতুর পিলারগুলির গোড়ার মাটি, বালি বা পাথর সরে গিয়েছে। উল্লেখ্য দক্ষিণপূর্ব রেলের এই রেলপথটি আসানসোলের সাথে সংযোগ রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনরাত এই পথে বহু দূরপাল্লার ট্রেনের যাতায়াত। সাথে রয়েছে নানান লোকাল, প্যাসেঞ্জার ও পণ্যবাহী ট্রেন। গত শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে বিষয়টি তুলে ধরেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল। একই সাথে তিনি তা রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ট্যাগ করেন।
শনিবার তিনি আদ্রা ডিভিশনের ডিআরএমের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে সংবাদ মাধ্যমের সামনে রেলসতুর বেহাল অবস্থার জন্য শাসক দলকে দায়ী করে বলেন, “রেলসেতুর পিলারগুলি এতটাই দূর্বল হয়ে পড়েছে, যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই অবিলম্বে উচিৎ ওই পথে রেল চলাচল বন্ধ করে পিলার ও সেতুগুলির সংস্কার সাধন। তবে এই বিষয়টার জন্য দায়ী মমতা ব্যানার্জির সরকার। কারণ তিনি বা তার দলের মদতপুষ্টরা বালিচুরি বোল্ডার চুরির মাধ্যমে নদীগুলির যেমন ক্ষতি করেছেন, পরিবেশের ভারসাম্যও নষ্ট করেছেন। দামোদরের বুকে সিণ্ডিকেটের মাধ্যমে অবাধে বালিচুরি চলছে।”
অন্যদিকে বিজেপি বিধায়কের অভিযোগ প্রসঙ্গে আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র ওয়াসিমূল হক বলেন, “বিজেপিতো তৃণমূলকে দোষারোপ করা ছাড়া কিছু জানে না। চোর দুষ্কৃতীরা কখনো কোনো রাজনৈতিক দলের হয়না। আসলে শুভেন্দু অধিকারি যখন তৃণমূলে ছিল, তখন সে বিজেপির কথা মতো চোর ছিল। এখন সে বিজেপিতে যোগ দেওয়ায় ওয়াশিং মেশিনে ধোয়া হয়ে গেছে। অগ্নিমিত্রা পাল কেন্দ্রীয় রেলমন্ত্রীকে জানিয়েছেন ভালো কথা। তবে বিজেপিতো দেশ সমাজ বা সাধারণের উন্নতির লক্ষ্যে নেই। তাই তারা রাজ্যের ১০০ দিনের প্রকল্প থেকে আবাসযোজনার টাকা আটকে রেখেছে। আর তৃণমূল দিল্লী থেকে কলকাতা আন্দোলন করে চলেছে।”