eaibanglai
Homeএই বাংলায়আসানসোল রামকৃষ্ণ মিশনে যীশু পুজো

আসানসোল রামকৃষ্ণ মিশনে যীশু পুজো

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– আজ বড়দিন। বিশ্ব জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে যীশু খ্রীষ্টের জন্মদিন। দেশ তথা বাংলার অন্যান্য জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহর তথা গোটা শিল্পাঞ্চলও মেতেছে যীশুর আরাধনায়। সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছে শিল্পাঞ্চলের গীর্জাগুলো। মধ্য রাত থেকে গীর্জাগুলি থেকে ভেষে আসছে ক্যারলের ধ্বনি। পাশাপাশি গতকাল রাত থেকেই ভক্তরা গীর্জায় গীর্জায় ভিড় জমাচ্ছেন প্রার্থনার জন্য।

অন্যদিকে ২৪ ডিসেম্বর সন্ধ্যায় আসানসোল রামকৃষ্ণ মিশনে বিশেষ যীশু পুজো অনুষ্ঠিত হল। রামকৃষ্ণ মিশনের রীতি বজায় রেখে এদিন সন্ধ্যায় আসানসোল রামকৃষ্ণ মিশনে পালিত হয় যীশুর জন্মদিন। যীশুর এই বিশেষ পুজোতে কেক, বিস্কুট, চকলেট, চানাচুর সহ বিশেষ ভোগের আয়োজন করা হয়েছিল। চলে মঙ্গলারতি। পাশাপাশি বাইবেল পাঠ করে শোনান রামকৃষ্ণ মিশনের মহারাজ। পুজোর শেষে কেক এবং অন্যান্য প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। যীশু পুজো উপলক্ষ্যে সমাগম হয়েছিল বহু ভক্তের। ভক্তরা জানান মিশনে যীশু পুজো এ এক অনন্য অভিজ্ঞতা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments